কলকাতা, 10 অক্টোবর:ফের কলকাতা পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ ৷ এবারে কলকাতা পৌরনিগমের কর্মীর ৷ কেন্দ্রীয় ভবনে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ৷ ঘটনাস্থলে গিয়ে তাঁকে এই পদক্ষেপ নেওয়া থেকে আটকান পুলিশ আধিকারিকরা ৷
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ৷ আচমকাই 1টা নাগাদ লালবাজারে 100 নম্বরে একটি ফোন যায় । তাতে বলা হয়, 'আমি আত্মহত্যা করতে চলেছি' । কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে জন্ম মৃত্যুর রেকর্ড সংরক্ষণ বিভাগ থেকে যায় এই ফোনটি । ফোন পেয়ে মুহূর্তের মধ্যে লালবাজার থেকে কেন্দ্রীয় ভবনের আউট পোস্ট জানানো হয় । হইচই পড়ে যায় পৌরনিগমে ।
লালবাজার থেকে বিরাট বাহিনী হাজির হয় রেকর্ড রুমের কাছে । তখন দরজা দিয়ে ফেলেছেন আত্মহত্যা করতে যাওয়া কর্মী সঞ্জীব সায়গল । তাঁকে পুলিশ কর্মীরা দীর্ঘ সময় বুঝিয়ে শেষমেষ চরম পরিণতির হাত থেকে ফেরত আনেন । পুলিশের কথায় দরজা খোলেন ওই কর্মী । এরপরেই তাঁকে পুলিশ উদ্ধার করে এবং বসিয়ে জল দেন আধিকারিকরা । চিকিৎসককে ডেকে এনে তাঁকে দেখানো হয় । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে আউট পোস্ট নিয়ে গিয়ে নিউমার্কেট থানার পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন ৷