কলকাতা, 16 সেপ্টেম্বর: কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল এক সফটওয়্যারের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে (Kolkata Police Raids at Engineer House on Alligation of Money Laundering)৷ তার জেরেই শুক্রবার উত্তর 24 পরগনার পানিহাটি এলাকার 11 নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকার বাসিন্দা পার্থ গুহ নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালালো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা(Kolkata Police)।
যদিও বাড়ি তল্লাশি করলেও খোদ ইঞ্জিনিয়ার পলাতক ৷ তার খোঁজ এখনও পাননি লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police Detective Department)৷ তল্লাশি চালানোর সময় পার্থ গুহর স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা ৷
আরও পড়ুন :বর্ধমানে একই প্রকল্পের দু'বার উদ্বোধন, তবে কি আর্থিক তছরূপ ?
তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র, কমপিউটার ও পেনড্রাইভ বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । এদিন লালবাজারের মোট পাঁচজনের একটি তদন্তকারী দল ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালান । লালবাজার সূত্রের খবর, তদন্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এক সাগরেদ শাকিল নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে ।
কয়েকমাস আগে কলকাতা শহরের একাধিক থানায় আর্থিক তছরূপের অভিযোগে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । সেই ঘটনার তদন্ত করতে গিয়েই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম ঠিকানা পান গোয়েন্দারা । তবে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে পলাতক, তার খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ ।
আরও পড়ুন :আর্থিক তছরুপে গ্রেফতার করতে পারে ইডি, অধিকার বহাল সুপ্রিম কোর্টে