পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nusrat Jahan Flat Case: নুসরতের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য পেল লালবাজার - গড়িয়াহাটে নুসরত জাহানের একটি সংস্থা

নুসরত জাহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তাঁর সংস্থা নাকি টাকা নিয়েও ক্রেতাদের ফ্ল্যাট দেননি ৷ তৃণমূল সাংসদ তা ভুয়ো দাবি করলেও পুলিশ অভিযোগের সমর্থনে প্রাথমিক তথ্য পেয়েছে ৷

ETV Bharat
নুসরত জাহান

By

Published : Aug 4, 2023, 10:53 AM IST

কলকাতা, 4 অগস্ট: নুসরত জাহানের সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেল কলকাতা পুলিশ ৷ এর আগে বুধবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুয়ো বলে দাবি করেন সাংসদ ৷ এমনকী সেদিন মেজাজ হারিয়ে মাঝপথে বেরিয়ে যানও অভিনেত্রী ৷ তারও আগে সোমবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইডির দফতরে যান ৷ তিনি সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷

এদিকে 2022 সালে নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে একটি মামলা রুজু হয় গড়িয়াহাট থানায় ৷ পরে আলিপুর আদালতেও একটি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে ৷ মামলায় আদালত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানকে গোটা ঘটনার সত্যতা যাচাইয়ের দায়িত্ব দেয় ৷ তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয় ৷

আরও পড়ুন: নুসরত মিথ্যে কথা বলছেন, দাবি শঙ্কুদেব পণ্ডার

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এই ঘটনায় সন্দেহভাজন থেকে শুরু করে অভিযুক্তদের তালিকা তৈরি করেন ৷ সেই সব ব্যক্তিদের জেরা করে তাদের বয়ানও রেকর্ড করা হয় ৷ লালবাজার সূত্রে খবর, বয়ানে অভিযুক্তরা প্রায় প্রত্যেকেই টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে ৷ টাকা নিলেও তার পরিবর্তে প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট প্রদান করা হয়নি ৷ পুলিশ জানিয়েছে, শুধু কর্মচারী এবং অভিযুক্তরা নয়, বরং সংশ্লিষ্ট কোম্পানির ডিরেক্টরদেরও জিজ্ঞাসা করা হয়েছিল ৷

জানা গিয়েছে, উত্তর 24 পরগনার নিউটাউনে ফ্ল্যাট কিনতে গিয়ে মোট 429 জন প্রতারণার শিকার হয়েছেন ৷ অভিযোগ, গড়িয়াহাটে নুসরত জাহানের একটি সংস্থা রয়েছে ৷ তার অন্যতম ডিরেক্টর নুসরত নিজেই ৷ প্রথমে শর্তসাপেক্ষে বলা হয়েছিল 500 কাঠা জমি কেনা হবে ৷ কিন্তু 500 কাঠার কেনা হয় 175 কাঠা ৷ এই সংস্থাটি প্রদেয় ফ্ল্যাটটির আয়তন বাড়িয়ে দেওয়ার নামে ক্রেতাদের কাছ থেকে 5 লক্ষ 55 হাজার টাকা করে নেয় ৷ নাগরিকদের কথা দেওয়া হয়েছিল, 2018 সালে তাঁরা তিনটি শয্যা-বিশিষ্ট ফ্ল্যাট পাবেন ৷ কিন্তু তা হয়নি।

আরও পড়ুন: নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি দফতরে শঙ্কুদেব পাণ্ডা

নির্ধারিত সময় পেরিয়ে 2023 সালেও অভিযোগকারীরা ফ্ল্যাট হাতে পাননি ৷ এরপর 31 অগস্ট অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যান ৷ পাশাপাশি, তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গড়িহাট থানার পুলিশ ৷ এই ঘটনায় নুসরত জাহানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ কলকাতা পুলিশের কোনও উচ্চাধিকারিকও কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details