কলকাতা, 9 সেপ্টেম্বর:লক্ষাধিক টাকার সাপের বিষ-সহ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার দুই যুবক । অভিযুক্তদের শনিবার দুপুরে পূর্ব যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । এই ঘটনার বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফের এক অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "ওই দুই যুবককে আমরা নিজেদের হেফাজতে চাইব । তারা কোথা থেকে এই মূল্যবান বিষ পেল তাও জানার চেষ্টা করা হবে । আজ গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আমরা গ্রেফতার করেছি।"
অভিযুক্তরা হলেন বিবেক অগ্রহরি, বয়স 21 বছর ৷ তাঁর বাড়ি তিলজনা থানা এলাকায় ৷ অন্যজন হলেন তানিষ্ক পান্ডে, তাঁর বয়সও 21 বছর ৷ তানিষ্কের বাড়ি কসবা থানা এলাকায়। লালবাজারের তরফে খবর, বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে বিষ পাচারের খবর পাচ্ছিল তদন্তকারীরা ৷ এর জেরে কলকাতার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ । জানা গিয়েছিল যে সাপের বিষ সরবরাহের জন্য মাঝেমধ্যেই কলকাতায় পা রাখছেন অভিযুক্তরা । এরপরেই পুলিশ খবর পায়, কলকাতার বাসিন্দা দুই যুবক এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন । তারপরেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় ৷