পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata May Witness Supermoon: আজ কলকাতার আকাশে সুপারমুন, আবহাওয়া সহায় হলে দেখা মিলবে সবচেয়ে বড় চাঁদের

Double Supermoon in August: অগস্ট মাসে জোড়া সুপারমুন দেখার সৌভাগ্য হতে পারে কলকাতা তথা রাজ্যবাসীর ৷ তবে, এর জন্য আজ এবং আগামী 30 অগস্ট আকাশে মেঘ থাকলে চলবে না ৷

Kolkata May Witness Supermoon  ETV BHARAT
Kolkata May Witness Supermoon

By

Published : Aug 1, 2023, 3:11 PM IST

Updated : Aug 1, 2023, 3:27 PM IST

কলকাতা, 1 অগস্ট: আকাশে মেঘ না থাকলে 'সুপারমুন'-এর দর্শন করতে পারবেন কলকাতা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিশালাকৃতির সেই চাঁদ দেখা যাবে ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি ৷ এমনকী অগস্ট মাসের 30 তারিখ আবারও এই সুপারমুন দেখা যাবে ৷ তিনি জানিয়েছেন, পূর্ণিমার চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে ৷ সাধারণ সময়ের থেকে অনেক বড় দেখায় চাঁদকে ৷ সেই অবস্থাকে 'সুপারমুন' বলা হয় ৷

শেষবার 2018 সালে এই অগস্ট মাসেই সুপারমুন দেখা গিয়েছিল ৷ আজকের পর 30 অগস্ট ফের এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবে রাজ্যবাসী ৷ তবে, আজকের থেকে সেদিন চাঁদের আকৃতি আরও বড় দেখাবে ৷ 2037 সালে আবারও এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষ ৷ এর সঙ্গে চন্দ্রযান-3 এর অভিযানের এক অদ্ভুত রকমের যোগ তৈরি হয়েছে বলে জানান দেবীপ্রসাদ দুয়ারি ৷ তিনি বলেন, "চন্দ্রযান 3-কে চাঁদের কক্ষপথে স্থাপন করার সময়ই সুপারমুনের পরিস্থিতি তৈরি হচ্ছে ৷" উল্লেখ্য, আগামী 23 থেকে 25 অগস্টের মধ্যে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান 3 ৷

দেবীপ্রসাদ দুয়ারি আরও জানিয়েছেন, সুপারমুনে চাঁদকে সাধারণ সময়ের থেকে 7 শতাংশ বড় দেখায় ৷ চাঁদের শুভ্র ছটা 16 শতাংশ বেশি পৃথিবীতে এসে পৌঁছায় ৷ তিনি জানিয়েছেন, আজ সন্ধ্যা 6 টা 17 মিনিটে কলকাতার আকাশে চাঁদের দেখা পাওয়া যাবে ৷ আর বর্ষার মেঘ না থাকলে কলকাতা তথা রাজ্যবাসী অনেক বড় আকৃতির চাঁদ দেখতে পাবেন ৷

রাত 12টা 1 মিনিটে চাঁদ সূর্যের 100 শতাংশ আলোয় আলোকিত হবে ৷ সেই সময় পৃথিবীর বুকে চাঁদের ছটা সবচেয়ে বেশি পৌঁছবে ৷ আজকের সুপারমুনের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে 3 লক্ষ 57 হাজার 530 কিলোমিটার ৷ আর 30 অগস্টের সুপারমুনে সেই দূরত্ব আরও কমে হবে 3 লক্ষ 57 হাজার 344 কিলোমিটার ৷

আরও পড়ুন:চাঁদের লক্ষ্যে পাড়ি দিল চন্দ্রযান-3, রইল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

এই সুপারমুন কেন হয় ? এর জবাবে বিজ্ঞানী বলেন, "27.3 দিনে চাঁদ একবার পৃথিবীকে সম্পূর্ণ প্রদক্ষিণ করে ৷ এই কক্ষপথে কোনও এক সময়ে চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে ৷ দূরবর্তী এই অবস্থানকে অ্যাপোজি বলা হয় ৷ তেমনি পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় চাঁদ তার খুব কাছে চলে আসে ৷ আর সেই অবস্থানকে পেরিজি বলা হয় ৷ আর পূর্ণিমায় যখন এই পেরিজি অবস্থানে চাঁদ আসে তখন তাঁকে সুপারমুন বলা হয় ৷

Last Updated : Aug 1, 2023, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details