পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স‍্যানিটাইজ় করা হচ্ছে কলকাতা পৌরনিগমের সদর - sanitized to prevent coronavirus

আজ সকাল থেকে স‍্যানিটাইজ় করা হচ্ছে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর । ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, গতকাল কোরোনা সংক্রান্ত একটি জরুরি বৈঠক হয় কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে । ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলকাতা পৌরনিগমে স‍্যানিটাইজ় করা হবে।

kolkata
kolkata

By

Published : Mar 17, 2020, 4:14 PM IST

Updated : Mar 17, 2020, 6:04 PM IST

কলকাতা, 17 মার্চ : আজ সকাল থেকে স‍্যানিটাইজ় করা হচ্ছে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর । বহু মানুষ প্রতিদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আসেন বিভিন্ন কাজে । বিশেষ করে জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগে মানুষের জমায়েত বেশি হয় । পৌরনিগমের সবকটি গেটে করা হচ্ছে স‍্যানিটাইজ়েশন । পৌর-আধিকারিকদের থেকে মেয়র পারিষদ সকলেরই হাত স্যানিটাইজ় করা হচ্ছে ‌।

অনেক মানুষ সকাল থেকে নানা কাজে পৌরনিগমের সদর দপ্তরে আসছেন । সকলের হাতে স‍্যানিটাজ়ার স্প্রে করা হচ্ছে । সাংবাদিক থেকে মেয়র পারিষদরা, বাদ যাচ্ছেন না কেউই । একইসঙ্গে পৌরনিগমের প্রত্যেকটি দপ্তর স‍্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হয়েছে ।

ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, গতকাল কোরোনা সংক্রান্ত একটি জরুরি বৈঠক হয় কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে । ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলকাতা পৌরনিগমে স‍্যানিটাইজ় করা হবে। জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগে সর্বাধিক মানুষের জমায়েত হয় । ভিড় কমাতে চারটি ভাগে ভাগ করে দেওয়া হবে এই দপ্তর । যদিও এখন পর্যন্ত দপ্তর বিভাজন হয়নি। এই কাজের জন্য আরও কয়েকদিন সময় লাগবে । তবে এই বিষয়ে পৌরনিগম তৎপর । পৌরস্বাস্থ্যকর্মী ও পৌরদপ্তরের কর্মীদের মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । রাজ্যসরকারের কাছে আবেদন জানানো হয়েছে । মাস্ক এলে তা পৌরকর্মীদের মধ্যে বিলি করা হবে ।

স‍্যানিটাইজ় করা পৌরনিগম
Last Updated : Mar 17, 2020, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details