পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মক্ষেত্রে হেনস্থা রুখতে "কোভিড নেগেটিভ" রিপোর্ট দেবে KMC - coronavirus negative report

কলকাতা পৌরনিগম কর্মক্ষেত্রে হেনস্থা বন্ধ করতে কোভিড মুক্ত লিখিত সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেট দেখিয়েই কর্মস্থান এ কাজ করার ক্ষেত্রে সুবিধা পাবেন সাধারণ মানুষ । যেখানে বেসরকারি সংস্থা থেকে এই পরীক্ষা করতে খরচ হয় 2500 টাকা , সেইখানে কলকাতা পৌরনিগম সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করে রিপোর্ট দেবে।

KMC
KMC

By

Published : Aug 14, 2020, 7:01 AM IST

কলকাতা, 14 আগাস্ট : কোরোনার অজুহাতে কর্মক্ষেত্রে হেনস্থা রুখতে এবার কোরোনার নেগেটিভ রিপোর্ট দেবে কলকাতা পৌরনিগম। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের কোনও সদস্য কোরোনায় আক্রান্ত হলে সেই ব্যক্তিকে কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই হেনস্থার রুখতে এই নেগেটিভ রিপোর্ট সাধারণ মানুষকে সাহায্য করবে বলে মনে করছেন পুর কর্তারা।

কলকাতা পৌরনিগম কর্মক্ষেত্রে হেনস্থা বন্ধ করতে কোভিড মুক্ত লিখিত সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেট দেখিয়েই কর্মস্থান এ কাজ করার ক্ষেত্রে সুবিধা পাবেন সাধারণ মানুষ। কলকাতা পৌর নিগমের কর্মক্ষেত্রে হেনস্থার বেশকিছু অভিযোগ আসে। কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে কাজে যোগ দিতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে।

কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলী ও স্বাস্থ্য বিষয়ক প্রধান অতীন ঘোষ বলেছেন, " ইদানিং দেখা যাচ্ছে কেউ কোরোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগদান করতে গেলে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের কোনও সদস্য করোনায় আক্রান্ত হলেও কাজে যোগ দিতে সমস্যা হচ্ছে সেই ব্যক্তির। নানা ভাবে হেনস্থা হতে হচ্ছে আক্রান্ত পরিবারের সদস্যদের। সেই হেনস্থা বন্ধ করতেই কোরোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "

তিনি আরও বলেন , " প্রথমে অ্যান্টিজেন পরীক্ষা করে দেখে নেওয়া হবে। অ্যান্টিজেন রিপোর্ট যদি নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে RTPC পরীক্ষা করে কোরোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হবে । যেখানে বেসরকারি সংস্থা থেকে এই পরীক্ষা করতে খরচ হয় 2500 টাকা , সেইখানে কলকাতা পৌরনিগম সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করে রিপোর্ট দেবে। "

ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা পৌরনিগম কাজ শুরু করে দিয়েছে। বর্তমানে প্রত্যেকটি বোরোতে পরীক্ষা কেন্দ্র শুরু হয়েছে। আগামী দিনে প্রত্যেকটি ওয়ার্ডে এই স্থায়ী কোভিড পরীক্ষার কেন্দ্র চালু করার প্রস্তুতি শুরু করেছে কলকাতা পৌরনিগম। প্রাথমিকভাবে প্রত্যেকদিন 50 থেকে 60 জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details