কলকাতা, 29 জুন: বর্ষার মরশুম শুরু হলেই বাড়তে থাকে ডেঙ্গির প্রকোপ ৷ এবার ডেঙ্গি রুখতে কড়া মনোভাব কলকাতা পৌরসভার। বাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ পৌর আদালতের ৷
প্রত্যেক বছর বর্ষা এলে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে যায় মশা বাহিত রোগ। একাধিক ব্যবস্থা গ্রহণ করার পরেও প্রত্যেক বছর পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। কয়েক হাজার আক্রান্ত হওয়ার ঘটনা থেকে শুরু করে বাড়তে থাকে মৃত্যু তালিকাও । এর পিছনে অন্যতম কারণ দেখা যায় নাগরিকদের বেপরোয়া মনোভাব। তাই এ বছর আর কোনওরকম রেয়াত নয়। শুরু থেকেই অসচেতন নাগরিকদের টাইট দিতে খরগহস্ত পৌর কর্তৃপক্ষ।
বার বার বলার পরেও যে সমস্ত নাগরিকদের হুঁশ ফেরেনি, তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে একের পর এক মামলা। ইতিমধ্যেই প্রায় 43টি পরিবারের বিরুদ্ধে পৌর আদালতে মামলা করেছে কর্পোরেশন কর্তৃপক্ষ। সেখানেই শেষ নয় মামলা লড়ে আলিপুর ও চেতলা এলাকার দু'জন নাগরিকের বিরুদ্ধে সর্বোচ্চ লক্ষ টাকা জরিমানার নির্দেশ নেওয়া হয়েছে পৌর আদালত থেকে।
বছরভর ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার, লিফলেট বিলি, স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে নাগরিকদের সচেতন ও সজাগ করার দায়িত্ব পালন করে চলে কলকাতা কর্পোরেশন। তবে এর পরেও একাংশে নাগরিকদের ডেঙ্গু নিয়ে কোনও মাথা ব্যাথা নেই। ফল ভোগ করতে হয় অন্যদের। এবার বর্ষার মরশুম শুরু হতেই কঠিন পদক্ষেপ ৷ মশা বাহিত রোগ ঠেকাতে ফাঁকা জমি যথেষ্ট চিন্তার। সেই ফাঁকা জমি নিয়ে কঠোর আইন চাইছে কলকাতা কর্পোরেশন। সে বিষয়ে দ্রুত রাজ্য সরকারকে চিঠি দিতে চলেছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ।