পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Budget 2023: কম প্রাধান্য পাওয়া আয়ের উৎস'র দিকে এবার বাড়তি নজরদারি পৌরনিগমের - Mayor Firhad Hakim

একাধিক আয়ের উৎস রয়েছে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation ) ৷ যেগুলি এতদিন কম প্রাধান্য পেত ৷ সেই সমস্ত উৎস থেকে এবার আয় বাড়াতে বাজেটে গুরুত্ব আরোপ করতে চলেছে পৌরনিগম ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগমে

By

Published : Mar 13, 2023, 8:46 PM IST

কলকাতা, 13 মার্চ: করোনার প্রভাব কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । আগামী 17 মার্চ নতুন বোর্ডের চতুর্থ বাজেট (KMC Budget 2023) পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । সম্পত্তি করের মত একাধিক আয়ের উৎস আছে পৌরনিগমের । তবে বেশ কিছু উৎস এতদিন তেমনভাবে প্রাধান্য দেয়নি পৌর কর্তৃপক্ষ । এবার সেই উৎসগুলি থেকে আয় বাড়াতে জোর দিতে চলেছে কলকাতা পৌরনিগম বলেই খবর ।

বিগত দশ বছর ধরে তৃণমূল আমলে ঘাটতি বাজেট পেশ করছে শাসকদল পরিচালিত পৌর বোর্ড । তবে করোনাকালে সেই ঘাটতি আরও বেশি হয় । কিন্তু সেসব অনেকটাই কমানো গেছিল । ফলে ঘাটতিও খানিক কমেছিল 2022-2023 আর্থিক বছরে । এই চলতি আর্থিক বছরে বিভিন্ন খাতে বিপুল আয় হয়েছে কলকাতা পৌরনিগমের । তবু তেমনভাবে কোষাগারের হাল ফেরানো সম্ভব হয়নি । কারণ সময় যত এগিয়েছে ততই খরচের বহর বেড়েছে । পৌরনিগমের আয়ের বড় অংশই আসে সম্পত্তির কর থেকে । তবে আয় বাড়লেও খরচের ধাক্কায় তেমন লাভের মুখ দেখা যায়নি । তাই এবার সেই সমস্ত খাতে নজর দিতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ যেমন কমিউনিটি হলের ভাড়া বাড়ানো, পৌর বাজারের দোকানগুলির ভাড়া বাড়ানো, পার্কিং ফি বাড়ানো, বাণিজ্যিকভাবে জঞ্জাল তোলার ফি বৃদ্ধি করার মত সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পৌরনিগম বলে সূত্রের খবর ।

গত আর্থিক বছর অপেক্ষা চলতি অর্থবর্ষে কয়েকশো কোটি টাকা বেশি কর আদায় হয়েছে কলকাতা পৌরনিগমের । সম্পত্তি কর, লাইসেন্স, বিল্ডিং, মার্কেট, বিনোদন খ্যাতে প্রায় 1800 কোটির বেশি টাকা উঠেছে এবার কর বাবদ । তবু বকেয়া মেটাতে ও বাড়তি খরচের চাপে এবারও হয়ত ঘাটতি বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে । বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কমিউনিটি হল ভাড়া বৃদ্ধিতে এবং বেআইনি বহুতল রেগুলারাইজ করার মধ্যে দিয়ে আয় বাড়ানোয় । বেআইনি বাড়ি রেগুলারাইজে প্রায় 50 কোটি এখনও কর বকেয়া রয়েছে । বাজেট প্রসঙ্গে পৌরনিগমের এক কর্তা জানান, বিনোদন কর, বাণিজ্যিক ক্ষেত্রে জঞ্জাল সাফাই, কর্পোরেশনের ফাঁকা ভবন, জমি ভাড়া দেওয়ার মত বিষয় ভাবা হয়েছে । পাশাপশি ঘাটতি কমানোর লক্ষ্য নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন:শহরজুড়ে বন্ধ সিনেমা, থিয়েটার হল! কিন্তু বছর বছর আসছে বিনোদন করের বিল

ABOUT THE AUTHOR

...view details