পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Stops Employees Salaries : 48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম - KMC Stops Employees Salaries

নিউ মার্কেট থেকে বিকল্প আবাসনে না সড়ায় 48 জন কর্মীর বেতন আটকাল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation stopped salaries of 48 employees) ৷ এসএসহগ মার্কেট বাজারকে সংস্কারের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পৌরনিগমে ।

KMC New Market News
48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম

By

Published : Apr 4, 2022, 9:47 PM IST

Updated : Apr 5, 2022, 9:34 AM IST

কলকাতা, 4 এপ্রিল : নিউ মার্কেট উপর থেকে সরে বিকল্প আবাসনে না যাওয়াতে 48 জন কর্মীর বেতন আটকাল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation stopped salaries of 48 employees) ৷ বেশ কয়েক মাস আগে ঐতিহ্যশালী এসএসহগ মার্কেট (নিউ মার্কেট) বাজারকে সংস্কারের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ইংরেজ আমলের স্থাপত্য, তার নকশা অক্ষত রেখেই সংস্কার করা বেশ কঠিন । এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে । ইতিমধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পৌরনিগমে । আর এই রিপোর্ট অনুযায়ী প্রায় দেড়শ বছরের পুরনো এই ভবনে উপরের অংশের বাড়তি ভারের কারণে ঐতিহ্যবাহী স্থাপত্যের বেশ ক্ষতি হয়েছে । কলকাতা পৌরনিগমের বেশ কিছু শ্রমিকরা বসবাস করেন ওখানে ৷ যথেচ্ছভাবে ঘর তৈরি করেছেন । আর এর জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহ্যশালী ভবনের উপরের অংশ ।

প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই কলকাতা পৌরনিগমের বাজার বিভাগ (New Market Bazar) সিদ্ধান্ত নিয়েছে পুরোদমে সংস্কার কাজ শুরু করার । যথেচ্ছভাবে তৈরি হওয়া শ্রমিকদের ঘর সেখান থেকে সরিয়ে দেওয়া হবে । তাদের অন্যত্র দক্ষিণ কলকাতায় বালিগঞ্জে একটি বিকল্প থাকার জায়গা করে দেয় । তবে সেখানে পরিবেশ পছন্দ না হওয়াতে কেউ উঠে যাননি । ফলে সংস্কার কাজ এগোতে পারছিল না কর্তৃপক্ষ ।

শেষমেষ আইনি পথে হেঁটে কর্মীদের নোটিশ ধরিয়েছিল পৌরনিগম । আগে থেকে না জানিয়ে গত মার্চের বেতন দেওয়া হয়নি । এই বিষয় নিয়ে এদিন কলকাতা পৌরনিগমে আসেন সেখানকার কর্মীরা । তাঁরা বলেন, বালিগঞ্জে যেখানে ফ্ল্যাট দেওয়া হচ্ছে সেখানে পরিবেশ খারাপ । আশপাশে ট্যানারি । পানীয় জলের তীব্র সমস্যা । কাজে আসতে সমস্যা হবে । আমাদের অন্য কোয়ার্টার দেওয়া হোক । আচমকা বেতন বন্ধ করতে খুব সমস্যার মুখে পড়েছেন তারা ।

বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি এ বিষয়ে জানিয়েছেন, "এই ঐতিহ্যশালী ভবন রক্ষায় আমরা বদ্ধপরিকর । কীভাবে এর সংস্কার কাজ হবে এই বিষয়ে সমীক্ষা করতে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে । তার প্রাথমিক রিপোর্টে এলেও এখনও জমা পড়েনি সম্পূর্ণ রিপোর্ট । সেই রিপোর্ট আসার পরেই সংস্কার কাজ পুরোদমে শুরু করবে কলকাতা পৌরনিগম । ওই শ্রমিকদের বিকল্প জায়গায় চলে যেতে হবে । আইন মেনেই পৌর কমিশনার নোটিশ করেছে । বেতন বন্ধ রেখেছেন । ওই জায়গা ছাড়তে হবেই ।"

উল্লেখ্য, স্বাধীনতার আগে 1874 সালে স্যার স্টুয়ার্ট হগ কলকাতায় তৈরি করেছিলেন হগ মার্কেট । যা এখন নিউমার্কেট নামেই বেশি পরিচিত । এই ঐতিহ্যবাহী ভবনে ছাদের উপর অস্থায়ীভাবে ঘর তৈরি করে বসবাস করেন পৌরনিগমের শ্রমিকরা । যার কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহ্যবাহী এই বাজার শীঘ্রই দক্ষিণ কলকাতায় শ্রমিকদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে । নিউ মার্কেট ঐতিহ্যশালী ভবন হিসেবেই চিহ্নিত । তবে প্রায় দেড়শ বছরের পুরনো এই বিরাট ঐতিহ্যশালী বাজারের অবস্থা প্রায় জরাজীর্ণ । দীর্ঘ সময় ধরেই সংস্কার কাজ সেভাবে হয়নি । যতদিন গিয়েছে ততই জরাজীর্ণ চেহারা নিচ্ছে এই বাজার । প্রতি বছর ছাদের উপর পিচ চট দেওয়া বা টুকিটাকি মেরামতি করে কোনওমতে কাজ চালায় কলকাতা পৌরনিগম । পৌর কর্তৃপক্ষের তরফে সেভাবে এই ঐতিহ্যবাহী ভবন রক্ষায় বড়সড় কোনও পদক্ষেপ চোখে পড়েনি বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন :Mamata on Aliah Incident : একটু কটু কথা বলেছে, তার জন্য পুলিশ তো গ্রেফতার করেছে ; আলিয়া-কাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Last Updated : Apr 5, 2022, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details