কলকাতা, 15 জানুয়ারি: লর্ডস মোড় থেকে যাদবপুর থানা, অভিষিক্তা কানেক্টর - প্রায় সাড়ে 7 কিলোমিটারের বেশি দীর্ঘ নিকাশি নালা বছরের পর বছর সংস্কারের অভাবে প্রায় বন্ধ হয়ে গিয়েছে । ফলে বর্ষাকালে এর প্রভাবে আটটি ওয়ার্ডে লক্ষাধিক বাসিন্দাকে জমা জলের যন্ত্রণার মুখে পড়তে হয় । এবার রাজ্যের আর্থিক সহায়তায় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাসিন্দারা । সরকারের দেওয়া প্রায় 11 কোটি টাকা খরচে ওই নিকাশি নালায় পলি নিষ্কাশনের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 89, 92, 93, 94, 95, 96, 104 ও 105 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় নিকাশির জল যে সমস্ত মূল নালা দিয়ে যায়, সেই নিকাশি নালা দীর্ঘকাল যাবত পরিষ্কার ও সংস্কার করা হয়নি । এর মধ্যে বেশ কয়েক কিলোমিটার বক্স ড্রেন আছে । চওড়ায় বড় হলেও গভীরতা কোথাও 6 ফুট কোথাও 8-9 ফুট । তবে তার 70-75 শতাংশ পলি জমে রয়েছে ।
কলকাতা পৌরনিগম সূত্রে আরও জানা গিয়েছে, বছরের অন্যান্য সময় নিকাশি জল যাওয়া নিয়ে তেমন সমস্যা না হলেও বর্ষাকালে জল যেতে পরে না । দীর্ঘ সময় এই আটটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষকে জমা জলের যন্ত্রণায় ভুগতে হয় । তাই বাইপাসের অভিষিক্তা কানেক্টর থেকে সাঁপুই পাড়া হয়ে যাদবপুর থানা, সেখান থেকে আবার প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত দীর্ঘ সাড়ে 7 কিলোমিটারের বেশি নিকাশি নালা সম্পূর্ণভাবে পরিষ্কার ও সংস্কারের পরিকল্পনা করা হয় ।