পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: ভেন্ডিং সার্টিফিকেট পেলেন 20 জন হকার, আরও 59 হাজার জনকে শীঘ্রই দেওয়া হবে আইনি স্বীকৃতি

কলকাতার হকাররা প্রথামবার হাতে পেলেন আইনি স্বীকৃতি ও ভেন্ডিং সার্টিফিকেট ৷ শীঘ্রই দেওয়া হবে 59 হাজার রেজিস্ট্রার হকার সচিত্র পরিচয় পত্র বা ভেন্ডিং সার্টিফিকেট পাবেন ৷

Etv Bharat
ভেন্ডিং সার্টিফিকেট পেলেন 20 জন হকার

By

Published : Aug 11, 2023, 10:47 PM IST

কলকাতা, 11 অগস্ট:দীর্ঘ দিনের পরিকল্পনা অবশেষে বাস্তবায়ন হল । নানা টালবাহানা কাটিয়ে কলকাতায় অবশেষে গঠিত হয়েছিল টাউন ভেন্ডিং কমিটি । শুক্রবার হকাররা হাতে পেলেন সচিত্র পরিচয় পত্র বা ভেন্ডিং সার্টিফিকেট ৷ এদিন মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে 20 জন হকারের হাতে আনুষ্ঠানিকভাবে তুল দেওয়া হয় সচিত্র পরিচয় পত্র ৷ আরও 59 হাজার রেজিস্ট্রার হকার এই সার্টিফিকেট পাবেন ৷

এদিনের অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম অতীতের হকার আন্দোলনের কথাও উল্লেখ করেন । হকারদের পাশে থেকে তাদের অধিকারের দাবিতে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়া হাটে হকারি করে প্রতিবাদ করেছিলেন । সেকথাও উল্লেখ করেন ৷ রুটি-রুজির টানে এতদিন হকাররা ফুটপাথে হকারি করলেও তার কোনও আইনি স্বীকৃতি ছিল না । পুলিশি জুলুমের শিকার হতে হত । এবার তাঁরা আইনি স্বীকৃতি পেলেন। এদিন নিউমার্কেট, গড়িয়াহাট ও হাতিবাগানের তিনটি এরিয়ার 20 জন হকারের হাতে এই ভেন্ডিং সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:কলকাতার হকারদের বার্ষিক ও পুনর্নবীকরণ ফি কমিয়ে শংসাপত্র বিলিতে ছাড়পত্র নবান্নর

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বেহালা স্কুল ছাত্রের দুর্ঘটনার কথা উল্লেখ করেন । সেই ঘটনায় ফুটপাথ দখল করে বেআইনি হকার-রাজের দিকে অভিযোগের আঙুল উঠেছিল । সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন দেবাশিস কুমার জানান, হকারদের আইনি স্বীকৃতি পাওয়ায় তাঁরা খুব খুশি। তবে তাদেরও এই সার্টিফিকেট রক্ষা করতে হবে নিজের দায়িত্বে । হকার আইন না মেনে যদি কোনও হকার হকারি করে তাহলে পরিচয় পত্র সেই হকারের সার্টিফিকেট বাতিল করবে। আর কোনও দিন তিনি পারবেন না । পাশাপাশি তিনি আরও জানান, বেআইনি কাজ থেকে বিরত থাকতে হবে হকারদের ৷ কলকাতা 58টি গুরুত্বপূর্ণ সিগন্যাল চারপাশের ফুটপাথ 50 ফুট করে ফাঁকা রাখতে হবে । এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় আছে যেখানে ফুটপাথ ফাঁকা রাখা হবে । এখন যারা রাস্তার মোড়ে ফুটপাথে বসে তাদের তুলে দেওয়া হবে । বিকল্প জায়গা দেওয়া হবে ।

আরও পড়ুন:নিউমার্কেটে হকার সমস্যায় লাগাম দিতে 'গড়িয়াহাট মডেলে' ভরসা ফিরহাদদের

ABOUT THE AUTHOR

...view details