কলকাতা, 21মে : কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের । বিপর্যয় মোকাবিলায় কেবল টিভি অপারেটরদের নিয়ে কলকাতা পৌরনিগমে জরুরি বৈঠক । বঙ্গোপসাগরের ওপর শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় যশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তা 22 তারিখ সুন্দরবন উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে ।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর । ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে কলকাতা শহর । গতবছর ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল তিলোত্তমা । সেই স্মৃতি মুছে যাওয়ার আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । যশের মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম ।
গতবছর আমফানের থেকে শিক্ষা নিয়েই এবছর প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌর নিগম । এদিন কেবল টিভি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার । গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।
কেবিল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের এই দিনের বৈঠকে কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ তাঁদের বলা হয়েছে, শহরে যত ল্যাম্পপোস্ট ও গাছে জড়িয়ে থাকা অপ্রয়োজনীয় তার কেটে পরিষ্কার করতে । অচল তারগুলিকে কেটে দ্রুত পরিষ্কার করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । এবং ঝড়ের পরবর্তী সময় ল্যাম্পপোস্ট, গাছ উপড়ে পড়ে গেলে সেখান থেকেও দ্রুত কেবলের তার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেই মর্মে লিখিত জমা দিতে হবে কেবল টিভি অপারেটরদের ।
প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, গতবছরের আমফান থেকেই শিক্ষা নিয়ে বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে কেবল টিভি অপারেটরদের । অনেক সময় ল্যাম্পপোস্ট পড়ে গিয়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যায় । সেইসঙ্গে গাছ কেটে পরিষ্কার করতে অনেক বেশি সমস্যা হয় ।
আরও পড়ুন:বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা
এর পাশাপাশি আগামীকাল থেকেই শহর জুড়ে মাইকিং করা হবে, যাঁরা বিপদজনক বাড়িতে রয়েছেন, তাঁরা যেন ঝড়ের দিন নিরাপদ আশ্রয় সরে যায় । দেবাশিস কুমার বলেন, ‘‘বিপদজনক বাড়ির বাসিন্দাদের পৌরনিগমের কমিউনিটি সেন্টার এলাকার স্কুলগুলিতে রাখার ব্যবস্থা করা হবে । সেই সঙ্গেই কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ফোন করলেও মিলবে প্রয়োজনীয় সহযোগিতা ।’’ কলকাতা পৌর নিগমের কন্ট্রোল রুম নাম্বার 033 22861 212 ।