কলকাতা, 8 মার্চ: বকেয়া ডিএ'র (DA) দাবিতে কর্মীদের মনোভাব যেন ক্রমশ কঠিন হচ্ছে । তীব্র দাবদাহ হোক বা রঙের উৎসব সব কিছু উপেক্ষা করেই শহিদ মিনার মাঠে চলছে বকেয়া ডিএ মেটানোর দাবিতে অনশন অবস্থান । আন্দোলনরত রাজ্য কো-অডিশন কমিটি ও যৌথ সংগ্রামী মঞ্চ আগামী 10 মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে । এবার কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মী থেকে ইঞ্জিনিয়র তাদের যৌথ মঞ্চ ধর্মঘটে শামিল হতে চলেছে । ডিএ-সহ বেশ কয়েকটি দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কেএমসি জয়েন্ট প্ল্যাটফর্ম অব ট্রেড ইউনিয়ন, এই দুই মঞ্চ 10 তারিখেই ধর্মঘটে পথে হাঁটছে ।
ধর্মঘটের পথে এবার পৌরনিগমের দুটি যৌথ মঞ্চ রাজ্যের মতই সমান পরিমাণ ডিএ বকেয়া কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মী, ইঞ্জিনিয়রদের । তাই সেই বকেয়া ডিএ মেটানোর দাবিকে তারা সামনে রেখেছে । পাশাপাশি দীর্ঘ 10 বছর যাবৎ সেই অর্থে স্থায়ী পদে কোনও লোক নিয়োগ হয় না বলে অভিযোগ । ফলে বিপুল শূন্য পদ । যতদিন যাচ্ছে আরও বাড়ছে পৌরনিগমের কাজ কর্ম । ফলে যে নামমাত্র স্থায়ী কর্মী রয়েছে তাদের উপর মারাত্মকভাবে চাপ বাড়ছে ।
এদিকে রাজ্য সরকারি কর্মীদের মতই কলকাতা পৌরনিগমের কর্মীদের স্বাস্থ্য বীমার সুযোগ দেওয়ার দাবি উঠছে । ফলে ডিএ ছাড়াও শূন্য পদে নিয়োগ ও হেলথ স্কিমের দাবিও সামিল এই ধর্মঘটে । রয়েছে দীর্ঘ দিন ধরে অস্থায়ীভাবে কাজ করা কর্মীদের স্থায়ীকরণ করার দাবিও । ইতিমধ্যেই দুই যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে ব্যানার পোস্টার পড়েছে কেন্দ্রীয় পৌর ভবন-সহ কলকাতা কর্পোরেশনের বরো অফিসগুলিতে । আগামিকাল ধর্মঘট সমর্থনে কেন্দ্রীয় ভবনে মিছিল ডাক দিয়েছে কেএমসি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ট্রেড ইউনিয়ন ।
সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটে সমর্থন রাজ্য বামফ্রন্টের উল্লেখ্য, ন্যায্য মহার্ঘ ভাতা, শূন্য পদে নিয়োগ-সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটে সমর্থন জানিয়েছে রাজ্য বামফ্রন্ট । বামেদের বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে ছিলেন, "বামফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত শ্রমিক, শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলির বৃহত্তর যৌথ মঞ্চের – বকেয়া মহার্ঘভাতা প্রদান, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, বিভেদের রাজনীতি বন্ধ করা, রাজ্যে গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা করার দাবিগুলি বামফ্রন্ট সমর্থন জানাচ্ছে । এই দাবিগুলির সমর্থনে যৌথ মঞ্চের আহ্বানে 10 মার্চ, 2023 শুক্রবারের ধর্মঘটের কর্মসূচিকেও বামফ্রন্ট সর্বতোভাবে সমর্থন করছে ।" ফলে দুটি যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের প্রভাবে পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশংকা করছে নাগরিক মহল ।
আরও পড়ুন:কলকাতায় বন্ধ হল 18টি পৌর প্রাথমিক স্কুল, জারি সংযুক্তিকরণের নির্দেশিকা