কলকাতা, 7 জুন : এবার ভ্যাকসিন অন কল চালু করার পরিকল্পনা নিল কলকাতা পৌরনিগন । বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ করতে চাইছে কলকাতা পৌরনিগম । শহরে ভ্যাকসিন অন কল-এর পরিকল্পনার কথা জানিয়েছেন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম । আজ তিনি জানিয়েছেন, পরিকল্পনা থাকলেও ভ্যাকসিনের অভাবে এখনও শুরু করা সম্ভব হয়নি । ইতিমধ্যেই অক্সিজেন অন হুইল, ভ্যাকসিনেশন অন হুইল, ড্রাইভ ইন ভ্যাকসিনেশন চলছে শহরে । আগামী দিনে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভ্যাকসিনেশন করার পরিকল্পনা রয়েছে । ফোনে করলেই পৌর স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়েই করোনার টিকা দেবেন ।
ফিরহাদ হাকিম আরও বলেন, "এই মুহূর্তে টিকাকরণের যে কর্মসূচিগুলো চলছিল, আগে সেগুলি শেষ হোক। এরপর ডোর টু ডোর ভ্যাকসিনের কর্মসূচি শুরু করা যাবে । বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণের জন্য অনেক বড় পরিকাঠামোর প্রয়োজন । আগামী দিনে সেই পরিকাঠামো তৈরি করে ভ্যাকসিনেশন অঞ্চল তৈরি করার পরিকল্পনা রয়েছে ।"
আরও পড়ুন :সাইবার হানা থেকে এটিএম-কে সুরক্ষা কীভাবে, পরামর্শ এথিক্যাল হ্যাকারের