পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অক্সিজেনের জোগান চালু রাখতে কনসেনট্রেটর কিনছে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

এক একটি কনসেনট্রেটরের দাম আনুমানিক 45 হাজার টাকা । সেফহোমগুলিতে ব্যবহার করা হবে এই কনসেনট্রেটরগুলি । সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে ।

oxygen concentrator
ছবি

By

Published : Apr 24, 2021, 6:48 PM IST

কলকাতা, 24 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা প্রকাশ পাচ্ছে কলকাতায় । আতঙ্কিত সাধারণ মানুষ । তারই মধ্যে আতঙ্ককে আরও দ্বিগুণ করে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাব ৷ দিল্লির অবস্থা সবথেকে খারাপ ৷ কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি । কোথাও আবার আরও কম ৷ যদিও রাজ্যের অবস্থা এখনও পর্যন্ত এতটা খারাপ হয়নি ৷ যাতে দিল্লির মতো সমস্যা এখানেও না হয়, তা নিশ্চিত করতে আগেভাগে তৈরি থাকছে রাজ্য ৷ রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পৌরনিগম কিনতে চলেছে অক্সিজেন কনসেনট্রেটর । শহরের সবক'টি সেফহোমে এই অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে ।

প্রাথমিকভাবে এক'শোটি অক্সিজেন কনসেনট্রেটার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে । এক একটি কনসেনট্রেটরের দাম আনুমানিক 45 হাজার টাকা । সেফহোমগুলিতে ব্যবহার করা হবে এই কনসেনট্রেটরগুলি । সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে ।

এই যন্ত্রগুলি অক্সিজেন উৎপাদন করে । চাহিদা অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন সরবরাহ করা হবে এই যন্ত্র থেকে । এই যন্ত্র আকারে ছোট হওয়ার ফলে সহজেই যে কোনও জায়গায় রাখা যায় । ইতিমধ্যেই এই যন্ত্র কেনার জন্য টেন্ডার ডেকেছে কলকাতা পৌরনিগম । দ্রুততার সঙ্গে এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।

আরও পড়ুন : সস্তা হচ্ছে অক্সিজেন

রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার এই দ্বিতীয় ঢেউতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ । প্রতিদিনই বহু মানুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছে । বাড়ছে অক্সিজেনের চাহিদা ৷ সেই কারণেই রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে অক্সিজেন কনসেনট্রেটর কেনার । এই যন্ত্রগুলি ছোট আকারে পোর্টেবল হওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ । ইতিমধ্যেই অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য টেন্ডার করা হয়েছে ও বিভিন্ন নির্মাতা সংস্থার সঙ্গে কথা হয়েছে । আগামী সপ্তাহ থেকেই সেফহোমগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর শুরু করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details