কলকাতা, 31 অক্টোবর : সম্পত্তি বিষয়ক কর জমা দেওয়ার দিন বাড়ালো কলকাতা পৌরনিগম । আগামী 14 নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে কর । আজ একথা জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষ ।
সম্পত্তি বিষয়ক কর দেওয়ার সময়সীমা বাড়ালো পৌরনিগম - কর দেওয়ার সময়সীমা বাড়ালো পৌরনিগম
পুজোর ছুটি থাকার জন্য বন্ধ ছিল পৌরনিগম । ফলে অনেকেই জমা দিতে পারেননি কর । আর তাই কর জমা দেওয়ার সময়সীমা আরও 15 দিন বাড়ালো পৌরনিগম ।
30 অক্টোবর পর্যন্ত সম্পত্তি বিষয়ক কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল । কিন্তু পুজোর ছুটি থাকার জন্য বন্ধ ছিল পৌরনিগম । ফলে অনেকেই জমা দিতে পারেননি কর । আর তাই কর জমা দেওয়ার সময়সীমা আরও 15 দিন বাড়ালো পৌরনিগম । আগামী 14 অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে কর । শুধু তাই নয়, এই সময়সীমার মধ্যে কর জমা দিলে মিলবে 10 শতাংশ ছাড় ।
পৌর আইন অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিলে 10 শতাংশ ছাড় দেওয়া হয় । কিন্তু এবারে পুজোর ছুটির থাকায় বর্ধিত দিনে কর জমা দিলেও এই ছাড় পাওয়া যাবে বলে জানান ডেপুটি মেয়র ।