পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro : সোম থেকে আরও মেট্রো, বদলাচ্ছে শেষ মেট্রোর সময়ও

এতদিন পর্যন্ত রাত 8 টায় শেষ মেট্রো ছাড়ত । এখন নাইট কার্ফুর সময় বদলে যাওয়ায় শেষ মেট্রোর সময়ও বাড়ানো হচ্ছে ।

কলকাতা মেট্রো
কলকাতা মেট্রো

By

Published : Aug 13, 2021, 9:39 PM IST

কলকাতা, 13 অগস্ট : সোমবার (16 অগস্ট) থেকে আবারও বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা । আজ এমনটাই জানালেন মেট্রোর রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষকুমার ঘোষ ।

আজ থেকে বেড়েছে মেট্রোর সংখ্যা । 220 টি মেট্রোর পরিবর্তে আজ থেকে চালানো হচ্ছে 228 টি মেট্রো । সেই সংখ্যা আরও বাড়িয়ে সোমবার থেকে চালানো হবে 240 টি (120টি আপ ও 120টি ডাউন) মেট্রো । দিনের ব্যস্ত সময় দু'টি গাড়ির মধ্যে ব্যবধান থাকবে পাঁচ মিনিটের ।

প্রত্যুষ কুমার ঘোষ বলেন, "রাজ্য সরকার নাইট কার্ফুর সময় সীমা রাত 9 টার বদলে রাত 11 থেকে ভোর 5 টা পর্যন্ত করার পরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি । সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য সোমবার থেকে রাত 8 টার বদলে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9 টার সময় । পাশাপাশি সোমবার থেকে মেট্রোর সংখ্যা বেড়ে হবে 240 টি।"

মোট 240 টির মধ্যে 161 টি (80 আপ ও 81 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে । প্রতি পাঁচ মিনিট অন্তর ছাড়বে মেট্রো ।

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7.30 টায় ।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7.30টায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:30তে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাবার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7.30 তে ।
  • দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষে মেট্রো ছাড়বে রাত 8.48 টে।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9 টায়।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9 টায় ।

শনিবার সারাদিনে চলবে মোট 104 টি মেট্রো (52টি আপ ও 52টি ডাউন) । এই দিন শুধুমাত্র মেনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে বলে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন । সকাল 8 টা থেকে বেলা 11:30 টা পর্যন্ত এবং বিকেলে বেলা 3:30 থেকে সন্ধ্যে 7:15 টা পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো ।

রবিবার কোনও পরিষেবা থাকছে না । ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সূচির ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details