কলকাতা, 7 অক্টোবর:চারিদিকে ছাতিমের গন্ধ সঙ্গে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কাশফুলের মৃদুমন্দ দুলুনি ৷ তা জানান দিচ্ছে এসে গিয়েছে ভরা শরৎকাল। আর শরৎকাল মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর বাকি মাত্র আর হাতে গোনা ক'টা দিন। তাই দুর্গাপুজোয় সারা কলকাতা ঘুরে প্রতিমা দর্শন করতে গা ভাসিয়ে দেন আট থেকে আশি ৷ এ নিয়ে, আজ, শনিবার প্রকাশিত হল ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের পুজোর সময়সূচি ৷
আজ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে অন্যান্য বছরের মতো এ বছরেও দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত। ঠিক একইভাবে ব্লু লাইনেও পরিষেবা থাকবে মাঝরাত পর্যন্ত।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন থাকছে 72টি পরিষেবা। দশমীর দিন 48টি পরিষেবা।
- এক নজরে দেখে নিন মেট্রোর সময়সূচি-
সপ্তমী, অষ্টমী ও নবমী-
সপ্তমী অর্থাৎ 21 অক্টোবর, অষ্টমী অর্থাৎ 22 অক্টোবর এবং নবমী অর্থাৎ 23 অক্টোবর মেট্রো 72টি পরিষেবা থাকবে। এই মোট সংখ্যার মধ্যে 36টি ইস্ট বাউন্ড এবং 36টি ওয়েস্ট বাউন্ড। মেট্রো চলবে বেলা 11.55 মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি 20 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে।
- প্রথম পরিষেবা
বেলা 11.55 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
বেলা 12টার সময় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা
- শেষ পরিষেবা
রাত 11.35 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ