কলকাতা, 26 সেপ্টেম্বর: কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড ও মেট্রো স্টেশনের পর এবার ব্র্যান্ডিং করা হবে মেট্রোর গেটেও । এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এরজন্য নর্থ-সাউথ করিডোরের 304টি স্মার্ট গেটকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর আগে মেট্রো স্টেশন এবং স্মার্টকার্ডের ব্র্যান্ডিংয়ের শর্ত দেওয়া হয়েছিল কর্পোরেট সংস্থাগুলিকে । কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রে এটি একটি অভিনব পদক্ষেপ ।
করোনা প্যানডেমিকের জেরে প্রথম ও দ্বিতীয় লকডাউনে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয়ে ভিড় কমেছে অনেকটাই । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে এই বিকল্প পথের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর ফলে বার্ষিক আয় বাড়বে অনেকটাই । আগে স্মার্টকার্ড ও স্টেশনগুলির ভিতর ও বাইরের অংশকে বেসরকারি সংস্থাগুলি বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করত । এবার নর্থ-সাউথ মেট্রো নেটওয়ার্কের 304টি স্মার্ট গেটেও বিজ্ঞাপনী প্রচারের জন্য ব্যবহার করতে পারবে সংস্থাগুলি ।