পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro: দিনের ব্যস্ত সময়ে তিন ঘণ্টা বন্ধ মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা - অফিস যাত্রীদের

দিনের ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকল মেট্রো পরিষেবা ৷ এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল সাধারণ যাত্রীদের ৷ মেট্রো স্টেশনের বাইরে দেখা গেল বাস, অটোর জন্য লম্বা লাইন ৷

Kolkata Metro
কলকাতা মেট্রো

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 12:06 PM IST

Updated : Sep 9, 2023, 12:26 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: সকাল সকাল যান্ত্রিক ত্রুটির কারণে বিকল মেট্রো । এর জেরে দিনের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগ পোহাতে হল অফিস যাত্রীদের । শনিবার সকালে থার্ড লাইনে সমস্যা দেখা দেয় ৷ যার জন্য তিন ঘণ্টার মতো বন্ধ থাকে মেট্রো পরিষেবা । লাইনের মেরামতের জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত সকাল 8.12 মিনিট থেকে পাওয়ার ব্লক নেওয়া হয় । তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাজ শেষ হয়েছে ৷ তারা আবার পরিষেবা চালু করেছে । মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ডাউন লাইনে প্রথম ট্রেন চালু হয়েছে ৷ ডাউন ট্রেনটি ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত যাচ্ছে ৷

দিনের ব্যস্ত সময়ে বিকল মেট্রো

জানা গিয়েছে, আজ সকালে আপ লাইনে এমআর-406 রেক কালীঘাট মেট্রো স্টেশন থেকে ছাড়ার পরেই কিছুটা এগিয়ে থার্ড রেলের কারেন্ট কালেক্টর বা টিআরসিসি সঙ্গে স্রাউন্ড বোর্ড জড়িয়ে যায় । থার্ড রেলের ওপরের দিকে কাঠের যে আস্তরণটি থাকে তাকেই স্রাউন্ড বোর্ড বলা হয় । টিআরসিসি'র সঙ্গে স্রাউন্ড বোর্ড জড়িয়ে যাওয়ায় হটাতই কালীঘাট স্টেশনের আপ স্টাটার সাইন নম্বর 2563 কাছে এসে ট্রেনটি থমকে যায় । এই খবর পেয়ে মেট্রো কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং মেরামতের কাজ শুরু করেন । পাশাপাশি দ্রুত মেট্রোর ওই রেকটি খালি করে দেওয়া হয় । এছাড়াও বারে বারে মাইকে যাত্রীদের উদ্দেশে ঘোষণা করতে থাকে কর্তৃপক্ষ ।

মেট্রো বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা

আরও পড়ুন:গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ ব্যক্তির, ব্যাহত পরিষেবা

তবে সকাল সকাল মেট্রো বিকল হয়ে পড়ায় চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের । সবকটি স্টেশনের বাইরে যাত্রীদের ভিড় নজরে পড়ে এ দিন । মানুষজন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস, অটো ও ট্যাক্সি ধরার জন্য লম্বা লাইন লাগায় ৷ তবে যে সময় পাওয়ার ব্লক চলছিল তখন ট্রঙ্কেটেড পরিষেবা চালানো হয়েছে । এই পরিষেবার দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলেছে । তিন ঘণ্টা ভোগান্তির পর বর্তমানে মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে । ময়দান থেকে প্রথম মেট্রো কবি সুভাষের উদ্দেশে রওনা হয়েছে 11টা 2 নাগাদ এবং মহানায়ক উত্তম কুমার থেকে প্রথম মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা হয়েছে 11টা 24মিনিট নাগাদ ৷

Last Updated : Sep 9, 2023, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details