পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের বাড়ল হাইকোর্ট বন্ধ থাকার মেয়াদ

গোটা রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট এলাকাগুলোতে নতুন করে লকডাউন শুরু হওয়ায় হাইকোর্টের তরফে এর আগে 9 তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 13 জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাজকর্ম বন্ধ থাকবে ৷ পরে তা বাড়িয়ে 19 জুলাই করা হয়। তা আরও চার দিন বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

image
কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 18, 2020, 10:03 PM IST

কলকাতা 18 জুলাই : আগামী আরও চার দিন কলকাতা হাইকোর্টের সমস্ত কাজকর্ম বাতিল করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । আগামী 20 জুলাই সোমবার থেকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী 20, 21 ,22 ও 24 তারিখ কলকাতা হাইকোর্টের কোনও কাজকর্ম হবে না ।

শুধু মাত্র 23 জুলাই প্রধান বিচারপতির নির্দেশ হাইকোর্টের কাজকর্ম চলবে । তবে এই সময়ের মধ্যে যদি কোনও গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট মামলাকারী হাইকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন । প্রধান বিচারপতি বিবেচনা করে শুনানির ব্যবস্থা করবেন । গোটা রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট এলাকাগুলোতে নতুন করে লকডাউন শুরু হওয়ার পর হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি দিয়ে 9 থেকে 19 জুলাই পর্যন্ত সমস্ত কাজকর্ম বাতিল করা হয়েছিল । সেটাকেই আবার আরও চার দিন বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

এর আগে 9 তারিখে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় 13 জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাজকর্ম বন্ধ থাকবে ৷ কিন্তু, পরে সেটা বাড়িয়ে 19 জুলাই করা হয় । হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার কনটেনমেন্ট এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে বলেই এই সিদ্ধান্ত । প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিষ্ট্রার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তার জন্য তার সংস্পর্শে আসা বহু কর্মচারীকে ইতিমধ্যেই কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details