পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিএসআইআর নেটে তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের সংরক্ষণ থাকতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সিবিএসই নেট পরীক্ষায় তৃতীয় লিঙ্গের সংরক্ষণ থাকলেও সিএসআইআর নেট অর্থাৎ বিজ্ঞান বিভাগে নেট পরীক্ষায় সেই সুবিধা এখনও নেই । বিজ্ঞান বিভাগেও যাতে সংরক্ষণ চালু করা হয়, আজ সেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

Kolkata High COurt
ফাইল ছবি

By

Published : Feb 2, 2021, 6:21 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : সিএসআইআর নেট পরীক্ষায় তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের সংরক্ষণের সমস্ত রকম সুযোগ-সুবিধা দিতে হবে । নির্দেশ কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর । বিচারপতির পর্যবেক্ষণ, সংবিধানে জীবন ও সাম্যের অধিকার সব ব্যক্তিকেই দেওয়া হয়েছে । সমাজে তৃতীয় লিঙ্গের মানুষরা এখনও অত্যন্ত নিপীড়নের শিকার । ফলে এই রায় তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে ।

সুমনা প্রামাণিক একজন রূপান্তরকামী নারী । কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি, স্বর্ণপদকপ্রাপ্ত । পিতা-মাতাহীন । চরম দারিদ্রের মধ্যে দিয়ে জীবন কেটেছে তাঁর । এখন প্রাইভেট টিউশন করে কোনওরকমে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি । তাঁদের যাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয় সেই দাবিতে একাধিকবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি । কিন্তু কোনও সুরাহা হয়নি । এ ব্যাপারে মামলাকারী সুমনা প্রামাণিক জানালেন," সর্বভারতীয় নেট পরীক্ষায় কলা বিভাগের ছাত্র ছাত্রীদের তৃতীয় লিঙ্গ হিসেবে বিশেষ সুযোগ সুবিধা থাকলেও বিজ্ঞান বিভাগে সেই সুযোগ দেওয়া হয় না । আমি তৃতীয় লিঙ্গের একজন সদস্য হিসেবে অনুভব করেছি আমাদের এই সুযোগটা থাকা প্রয়োজন । এই দাবিতে আমি একাধিকবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি । কিন্তু তাঁরা কোনও ভ্রুক্ষেপ করেননি।"

আরও পড়ুন : ফের নেওয়া হোক টেট পরীক্ষা, মামলা কলকাতা হাইকোর্টে

মামলাকারীর তরফে আইনজীবী ইন্দ্রজিৎ দে আদালতে জানান , 2014 সালে এনএএলএসএ-র একটি নির্দেশে বলা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষরা তাঁদেরকে পুরুষ অথবা নারী হিসেবে চিহ্নিত করতে পারবেন । পাশাপাশি তাঁদেরকে সংরক্ষণের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে । এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন অবিলম্বে ইউজিসি নেট পরীক্ষায় বিজ্ঞান বিভাগেও এই সুযোগ সুবিধা দিতে হবে ।"

হাইকোর্টের রায়ের পর কী বলছেন মামলাকারীর আইনজীবী ?

রায়ের পর তিনি জানালেন, " সুপ্রিম কোর্ট 2014 সালে বেশকিছু গাইডলাইন ইশু করে। ইউজিসি নেট পরীক্ষায় কলা বিভাগে সেই গাইডলাইন মানা হলেও বিজ্ঞান বিভাগে তা মানা হয়নি এতদিন । বিচারপতি নির্দেশ দিয়েছেন অবিলম্বে তৃতীয় লিঙ্গের ছেলেমেয়েদের সংরক্ষণের সুযোগ, ফি কনসেশন ও বয়সে ছাড় দিতে হবে ।"

এই রায়ের পর রূপান্তরকামী দেবদত্তা বিশ্বাস জানালেন, " রূপান্তরকামী মানুষ হিসেবে এই রায় খুবই আশাব্যঞ্জক । আশা করছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেট পরীক্ষায় বিজ্ঞান বিভাগে আদালতের এই রায় দ্রুত কার্যকর করবে ।"

ABOUT THE AUTHOR

...view details