পশ্চিমবঙ্গ

west bengal

স্থগিত কলকাতা বইমেলা

By

Published : Dec 27, 2020, 7:50 PM IST

Updated : Dec 28, 2020, 11:41 AM IST

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Kolkata Book Fair 2021
ফাইল ছবি

কলকাতা, 27 ডিসেম্বর : আপাতত স্থগিত হয়ে গেল কলকাতা বইমেলা । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে একথা জানিয়েছেন ত্রিদিব চট্টোপাধ্যায় ।

45 তম কলকাতা বইমেলা 2021 সালের 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । এবছর বই মেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ । ঠিক ছিল, এবছর কলকাতা বইমেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে ।

ত্রিদিববাবু জানিয়েছেন, "বর্তমান কোরোনা পরিস্থিতির কারণে পৃথিবীজুড়ে আবার দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে । ব্রিটেন, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যেই কঠোরভাবে লকডাউন জারি করেছে ।"

কী বললেন ত্রিদিব চট্টোপাধ্যায়

আরও পড়ুন : নিঃসঙ্গতা কাটাতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দিল গিল্ড

তিনি আরও বলেন, "এই কোরোনার কারণেই লন্ডন আন্তর্জাতিক বইমেলা, অ্যামেরিকার বইমেলা, ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা, প্যারিস বইমেলাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

বর্তমানে যেহেতু আন্তর্জাতিক উড়ান পরিষেবা নিয়ন্ত্রণে আনা হয়েছে, তাই এই পরিস্থিতিতে বইমেলা আয়োজিত হলে আন্তর্জাতিক পুস্তক বিক্রেতারা অনেকেই অংশগ্রহণ করতে পারবেন না । এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বইমেলা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে গিল্ড ।

Last Updated : Dec 28, 2020, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details