পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kmc: পুজোর আগেই শহরের সুলভ শৌচালয়গুলির হাল ফেরাবে কলকাতা পৌরনিগম - কলকাতা

কলকাতা শহরে 440টি সুলভ শৌচালয় রয়েছে । এছাড়াও একাধিক খোলা শৌচালয় রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে । সমীক্ষার পর শৌচালয়গুলির হাল ফেরানোর কাজ শুরু হবে ৷

Kmc
পুজোর আগেই সাজিয়ে তোলা হবে শহরের শৌচালয়গুলি, সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

By

Published : Aug 20, 2021, 10:41 PM IST

কলকাতা, 20 অগস্ট: সামনেই দুর্গাপুজো ৷ দুর্গাপুজোর আগেই হাল ফিরতে চলেছে শহরের সুলভ শৌচাগারগুলির। সুলভ শৌচালয়গুলিকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ। আজ কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার শহরের সুলভ শৌচালয়গুলির বর্তমান পরিস্থিতি জানতে সমীক্ষার নির্দেশ দিয়েছেন ।

কলকাতা শহরে 440টি সুলভ শৌচালয় রয়েছে । এছাড়াও একাধিক খোলা শৌচালয় রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে । শহরে যত সুলভ শৌচালয় রয়েছে সেগুলির বর্তমান কী অবস্থা তা জানতে সমীক্ষা করা হবে। সেইসঙ্গে যে খোলা শৌচাগারগুলি রয়েছে পৌরনিগমের, সেগুলি কী অবস্থায় রয়েছে তাও খতিয়ে দেখা হবে এই সমীক্ষার মাধ্যমে। আগামী সাতদিনের মধ্যে তার রিপোর্ট জমা পড়বে কলকাতা পৌরনিগমের অফিসে।

পুজোর আগেই হাল ফেরানো হবে শহরের শৌচালয়গুলি ৷

আরও পড়ুন: তিন দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির হীরাপুর থানা ঘেরাও

কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন, এরপর কলকাতা শহরে যতগুলি সুলভ শৌচালয় বেহাল দশায় রয়েছে সেগুলি নতুন করে তৈরি করা হবে। পুজোর আগেই নতুন করে মেরামতি করে সাজিয়ে তোলা হবে শহরের সুলভ শৌচালয়গুলিকে। সেইসঙ্গে যেসব বস্তি ও খালপাড় এলাকায় খোলা শৌচালয় রয়েছে সেগুলি বর্তমান অবস্থা কী তাও জানা হবে। খোলা শৌচালয়গুলিকে সংস্কার করে নতুন করে শৌচালয় তৈরি করা হবে। যেহেতু এই শৌচালয়গুলি দরিদ্র মানুষেরা ব্যবহার করেন তাই বিনামূল্যে শৌচালয়গুলি ব্যবহার করতে দেওয়া হবে ৷ নতুন করে তৈরি করে দেওয়ার পরেও যদি কেউ শৌচালয় ব্যবহার না করে সেক্ষেত্রে 500 টাকা জরিমানা করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details