কলকাতা, 25 নভেম্বর: জমা জল, খারাপ রাস্তার জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা লেগে থাকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস (ইএম বাইপাস)-এ । এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে পথচারী-সহ স্থানীয় বাসিন্দাদেরও । এবার সব সমস্যার দ্রুত সমাধানে ইএম বাইপাসের দায়িত্ব নিচ্ছে কলকাতা পৌরনিগম । শুক্রবার এই কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।
ইএম বাইপাসের হাল ফেরাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। রাস্তাটি কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখে মেরামতের আগে ইএম বাইপাসের 'কন্ডিশন অ্যাসেসমেন্ট'- করা হয় (Eastern Metropolitan Bypass)। তবে আর্থিক সমস্যা কাজ শিথিল করে দিচ্ছিল । ছোট ছোট কাজ করার ক্ষেত্রেও টেন্ডার ডাকতে গিয়ে পুরো বিষয়টাই দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছিল । সেই সমস্যা সমাধানেই এবার ইএম বাইপাসের দায়িত্ব নিচ্ছে কলকাতা কর্পোরেশন (KMC will maintain EM Bypass) ।
এদিন এবিষয়ে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "ইএম বাইপাসে মেট্রোর কাজের জন্য বিভিন্ন জায়গা ভেঙে যাচ্ছিল । কেমডিএ-কে ছোট কাজও টেন্ডার করে করতে হয় । তাই সময় অপচয় হচ্ছিল । সেখানে কর্পোরেশন নিজেদের মতো করে কাজ করতে পারবে । তাই ইএম বাইপাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে কলকাতা কর্পোরেশন । চৌরঙ্গী যেমন কর্পোরেশনের হাতে তেমন এবার ইএম বাইপাসও কলকাতা কর্পোরেশনের হাতে । এই রাস্তার আলো, নিকাশি, পানীয় জলের লাইন সবই কর্পোরেশন দেখবে ৷"