পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোম আইসোলেশনের ক্ষেত্রে মেডিকেল ওয়েস্ট সংগ্রহ করবে কলকাতা পৌরনিগম

মেডিকেল ওয়েস্ট থেকে ছড়াতে পারে সংক্রমণ । তাই তা পৃথকভাবে সংগ্রহ করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ।

ছবি
ছবি

By

Published : May 6, 2020, 12:10 PM IST

কলকাতা, 6 মে : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, টেলিমেডিসিনের সাহায্যে কোরোনার চিকিৎসা বাড়িতে বসেই করা যেতে পারে । বাড়িতে কোয়ারানটিনে থেকে চিকিৎসা সম্ভব । কিন্তু মেডিকেল ওয়েস্ট কোথায় ফেলা হবে, কীভাবে তা নষ্ট করা হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই গেছিল । আর তা থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা । এবার হোম আইসোলেশনের ক্ষেত্রে সেই মেডিকেল ওয়েস্ট সংগ্রহ করবে কলকাতা পৌরনিগম ।

27 এপ্রিল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,"যাঁদের বাড়িতে থাকার জায়গা নেই, যাঁরা গরিব, একটা ঘরে 10-20 জন করে থাকেন, তাঁদের সরকারি কোয়ারানটিনে জায়গা করে দেওয়া হোক । বাকি যাঁদের বাড়িতে থাকার ব্যবস্থা আছে, তাঁরা সেখানেই থাকুক । বাড়িতে থেকেই চিকিৎসা হোক । আমাদের যতটা সম্ভব করছি । কিন্তু রাজ্যের ক্ষমতাও তো সীমিত ।"

এরপরই তিনি জানান, কোরোনায় আক্রান্ত হলেই যে হাসপাতালে ভরতি হতে হবে তা নয় । শারীরিক অবস্থার অবনতি হলে তবে হাসপাতালে ভরতি করা যায় । সেই ক্ষেত্রে যাঁরা হোম আইসোলেশন থাকবেন তাঁদের পৃথকভাবে মেডিকেল ওয়েস্ট সংগ্রহ করবেন কলকাতা পৌরনিগমের সাফাইকর্মীরা । সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য PPE পরে ওয়েস্ট সংগ্রহে যাবেন তাঁরা । গতকাল একথা জানান মেয়র ফিরহাদ হাকিম ।

মেয়র বলেন, "হোম আইসোলেশনে যাঁরা আছেন তাঁদের ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দিলে কলকাতা পৌরনিগম সেই মেডিকেল ওয়েস্ট সংগ্রহ করবে । যে কোনও জীবন্ত জিনিসে কোরোনা বেশিক্ষণ বেঁচে থাকে । তাই মেডিকেল ওয়েস্ট পৃথকভাবে সংগ্রহ করা হবে । কলকাতা পৌরনিগমের সাফাইকর্মীরা PPE পরে তা সংগ্রহ ক‍রতে যাবেন । যাতে সংক্রমণ ছড়াতে না পারে । এরপর মেডিকেল ওয়েস্ট বিজ্ঞানসম্মত উপায়ে নষ্ট করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details