কলকাতা, ৯ সেপ্টেম্বর : KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হল । সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছে । ইতিমধ্যেই পৌরনিগমের তরফে দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে । তবে যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর ।
১১/১ দুর্গাপিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে । আজ সকালে ভাঙার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িগুলিতে ঢুকে বেশকিছু জিনিস নিয়ে আসেন মালিকরা ।
এই সংক্রান্ত খবর : ফের বউবাজারে ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত বাড়ি