পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপিতুরি লেনে শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ - বাড়ি ভাঙা

দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হল । যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর।

house

By

Published : Sep 9, 2019, 5:56 PM IST

Updated : Sep 9, 2019, 7:36 PM IST

কলকাতা, ৯ সেপ্টেম্বর : KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হল । সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছে । ইতিমধ্যেই পৌরনিগমের তরফে দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে । তবে যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর ।

১১/১ দুর্গাপিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে । আজ সকালে ভাঙার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িগুলিতে ঢুকে বেশকিছু জিনিস নিয়ে আসেন মালিকরা ।

এই সংক্রান্ত খবর : ফের বউবাজারে ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত বাড়ি

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি একের পর এক ভেঙে পড়ায় বিপদ আরও বাড়ছে । একটি বাড়ি ভেঙে পড়লে তার পাশের বাড়িটির ভেঙে পড়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় । ফলে এই লেনের প্রায় সব বাড়িই ক্রমশ কমবেশি বিপজ্জনক হয়ে উঠছে । তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতেই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : বউবাজার দুর্ঘটনা : ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 5 লাখ দেবে মেট্রো

আজ সকালেই পরিদর্শনে এসেছিলেন ইঞ্জিনিয়াররা । CESC-র তরফে ইতিমধ্যেই বাড়িগুলি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে । রয়েছেন পৌরকর্মীরাও । বিপর্যয় মোকাবিলা আধিকারিক ও পুলিশ-প্রশাসনের নজরদারিতেই চলছে কাজ ।

Last Updated : Sep 9, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details