কলকাতা, 11 ডিসেম্বর : স্বাস্থ্য সাথী কার্ড বণ্টনের জন্য আরও 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম । এই কার্ড যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, সেজন্য এই স্থায়ী শিবিরগুলি করা হবে ।
এই বড় মাপের শিবিরগুলি তৈরি করার লক্ষ্য হল যাতে সমাজের প্রত্যেকে স্বাস্থ্য সাথী সহ সবকটি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে । সমাজের কেউ যাতে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেইমতো কলকাতা পৌরনিগম যাদবপুর, গড়িয়াহাট, গড়িয়া, টালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ ফাঁড়ি, জেমস লং সরণি, বেহালা সি এ বাস স্ট্যান্ড, বেহালা চৌরাস্তা, শ্যামবাজার, হাতিবাগান, বড়বাজার ও মৌলালিতে বড় মাপের স্থায়ী শিবির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।