কলকাতা, 17 জানুয়ারি: প্রথম মহিলা পৌর কমিশনার পেতে চলেছে কলকাতা কর্পোরেশন ! এমনটাই অন্তত শোনা যাচ্ছে পৌরনিগমের অন্দরে ৷ লোকসভা নির্বাচন আসন্ন। আর তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে বদল হতে চলেছেন কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে, সচিব হরিহর প্রসাদ মণ্ডল। সেখানেই এবার কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার পদে নিযুক্ত করা হতে পারে কোনও মহিলা আইএএস আধিকারিককে । সেই তালিকায় রাধিকা আইয়ার এগিয়ে রয়েছেন বলেই জল্পনা শুরু হয়েছে কলকাতা কর্পোরেশনের অভ্যন্তরে। আর তেমনটা হলে কলকাতা পৌর নিগমের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা পৌর কমিশনার হতে চলেছেন।
কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "চার-পাঁচ মাস আগে কে রাধিকা আইয়ারকে আনা হয়েছে কেইআইআইপি ডিরেক্টর পদে । কারণ বর্তমান পৌর কমিশনার বদল হলে সেখানেই তাঁকে বদলি করা হতে পারে। ফলে তেমনটা হলে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথম পৌর কমিশনার পদে একজন মহিলা আধিকারিক বসবেন।" আর একটি সূত্র অবশ্য বলছে, ভোট পরবর্তী সময়ে বিনোদ কুমারকেই ফিরিয়ে আনা হতে পারে পৌর কমিশনার পদে। যদিও সবটাই এখনও সম্ভবনার জায়গায় রয়েছে।
এক সময় 1923 সালের পৌর আইন অনুসারে চিফ এক্সিকিউটিভ অফিসার পদ ছিল। খোদ নেতাজী সুভাষচন্দ্র বসু এই পদে ছিলেন। পরে কলকাতা মিউনসিপ্যাল কর্পোরেশনের 1951 আইন অনুসারে পৌর কমিশনার হন অনেকেই। পরে 1980 আইন অনুসারে নিয়োগ হয়। বর্তমানে 2020 সাল থেকে টানা পৌর কমিশনার পদে আছেন বিনোদ কুমার। তিনি রাজ্যের পরিবহণ সচিবও।
কর্পোরেশন সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পরে বিনোদ কুমারকে পৌর কমিশনার পদে আনা হয়। তার আগে দীর্ঘ দিন খলিল আহমেদ এই পদে ছিলেন। তিনি বর্তমানে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। ফিরহাদ হাকিম পরিবহণ মন্ত্রী থাকাকালীন বিনোদ কুমারকে পরিবহণ সচিব করা হয়। তবে সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই একটি নির্দেশিকায় অন্য প্রশাসনিক কর্তাদের মতো কর্পোরেশনের আধিকারিকদের, যারা তিন বছরের বেশি সময় একই পদে তাদের আগাম বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।