কলকাতা, 24 জুলাই:ডায়ামন্ডহারবারের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর রহস্যমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার । অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে মারধর করে তৃণমূল প্রার্থী-সহ দুষ্কৃতীরা । এর জেরে বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয় হাসপাতালে । তিন দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর । সেখান থেকে দেহ তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত ছাড়াই তৃণমূলের লোকজন দাহ করে দেন বলে অভিযোগ ৷
সোমবার এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানির জন্য উঠলে তিনি বলেন, "রাজনৈতিক কী কারণ রয়েছে সেটা পরে দেখছি, তবে কোনওভাবেই অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্ত ছাড়া দেহ দাহ করার সুযোগ নেই ।" মঙ্গলবার দিনের শুরুতে এই মামলার শুনানি করবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ।
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের দড়িকেওড়াডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর শুক্রবার মৃত্যু হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে । তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । মৃত বিজেপি প্রার্থীর নাম ভোলানাথ মণ্ডল (45)। এই পঞ্চায়েত ভোটে দড়িকেওড়াডাঙা গ্রাম পঞ্চায়েতের 209 নং বুথে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ।