পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: ডায়ামন্ডহারবারের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত তৃণমূল, হাইকোর্টের দ্বারস্থ পরিবার

Killed BJP worker family moves Cal HC: ডায়ামন্ডহারবারের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jul 24, 2023, 3:45 PM IST

Updated : Jul 24, 2023, 4:46 PM IST

কলকাতা, 24 জুলাই:ডায়ামন্ডহারবারের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর রহস্যমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার । অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে মারধর করে তৃণমূল প্রার্থী-সহ দুষ্কৃতীরা । এর জেরে বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয় হাসপাতালে । তিন দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর । সেখান থেকে দেহ তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত ছাড়াই তৃণমূলের লোকজন দাহ করে দেন বলে অভিযোগ ৷

সোমবার এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানির জন্য উঠলে তিনি বলেন, "রাজনৈতিক কী কারণ রয়েছে সেটা পরে দেখছি, তবে কোনওভাবেই অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্ত ছাড়া দেহ দাহ করার সুযোগ নেই ।" মঙ্গলবার দিনের শুরুতে এই মামলার শুনানি করবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের দড়িকেওড়াডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর শুক্রবার মৃত্যু হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে । তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । মৃত বিজেপি প্রার্থীর নাম ভোলানাথ মণ্ডল (45)। এই পঞ্চায়েত ভোটে দড়িকেওড়াডাঙা গ্রাম পঞ্চায়েতের 209 নং বুথে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরও 10 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী

পরিবারের অভিযোগ, মনোনয়ন জমা করার পর থেকেই ভোলানাথ মণ্ডলকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছিল শাসকদল । 22 জুন বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় । আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ হয়ে ওঠেন তিনি । এরপর নির্বাচনও লড়েছিলেন ভোলানাথ । গত 11 জুলাই ভোটগণনার দিন গণনাকেন্দ্র থেকে বেরনোর সময়ই তাঁকে ফের মারধর করা হয় ।

গত শুক্রবার ভোরে অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানেই দুপুরে মৃত্যু হয় তাঁর । ভারতীয় জনতা পার্টি এই মৃত্যুর ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে । কারণ একাধিকবার মারধর করার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন ভোলানাথ মণ্ডল ।

Last Updated : Jul 24, 2023, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details