কলকাতা, ২৬ মার্চ : নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সঠিক ব্যবস্থা নিচ্ছে না মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস। এই অভিযোগ করল BJP ও CPI(M)। BJP নেতা মুকুল রায় বলেন, "মুখ্য নির্বাচনী আধিকারিক মূক ও বধিরের মতো আচরণ করছেন। এটা আমি বলছি না। এটা পাবলিক পারসেপশন।" তাঁর অভিযোগ, নির্বাচন আধিকারিকের অফিস পক্ষপাতিত্ব করছে। CPI(M) নেতা রবীন দেবের অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না।
আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে শোকজ় করা নিয়ে আক্রমণের শুরু হয়। মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে দাঁড়িয়ে জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছিলেন, "মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় বাবুল সুপ্রিয়র ব্যাপারে অতি সক্রিয়তা দেখাচ্ছে। তাঁকে শোকজ় করার কোনও কারণই ছিল না।" গতকাল BJP নেতা মুকুল রায়ও মুখ্য নির্বাচনী আধিকারককে আক্রমণ করেন। তিনি বলেন, "আমাদের তরফে বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয়েছে। এরাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালানো যাচ্ছে না। নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য সরকার মানছে না। মুখ্য নির্বাচন আধিকারিক মুক ও বধিরের মত আচরণ করছেন। এটা পাবলিক পারসেপশন। মনে হচ্ছে তাঁকে কখনও কখনও রাজ্য সরকার ম্যানেজ করছে।"