কলকাতা, 8 এপ্রিল : প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের ব্যক্তিগত কারণ, সবসময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় । আয়লা বিধ্বস্ত সুন্দরবন-সহ দক্ষিণ 24 পরগনার সর্বত্র কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন তিনি, তা রাজ্যবাসী মাত্রই জানেন । খালি গায়ে, খাটো প্যান্ট পরে আয়লাবিধ্বস্ত এলাকায় বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ করেছেন এলাকার "কান্তি বুড়ো" । এবার লকডাউনে রাজ্যের ভয়াবহ পরিস্থিতিতে অভুক্ত মানুষের পাশে একইভাবে রইলেন তিনি ।
একসময় মন্ত্রীত্বের তকমা ছিল । বামফ্রন্টের রাজত্বকালে তিনি ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী । কিন্তু আর্ত মানুষের পাশে দাঁড়ানোর অদৃশ্য আর্মব্যান্ড তাঁর হাতে সব সময় । বাঘে মানুষের সহাবস্থানের জলাভূমিতে তিনিই বিপদতারণ । বলছেন, সুন্দরবনের পুরো দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাঁর নেই । কিন্তু রায়দিঘি এলাকার মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা রেখেছেন তিনি ৷ কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "আমি যেখানে থাকি রায়দিঘিতে আমার বাড়ির চারিপাশে প্রায় 300 পরিবার রয়েছে । প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে । একদিনও কেউ না খেয়ে থাকবে না । মুটে, মজুর, চাষি, হকার, সব মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষকে চাল, আলু, ডাল বিলি করা হয়েছে । মথুরাপুর স্টেশনের হকার যেমন আছে, তেমনি মন্দিরবাজার, বিজয়গঞ্জের মুটে মজুরদের বেশি বেশি করে চাল, ডাল, আলুর ব্যবস্থা করে দিয়েছি । সমস্ত সুন্দরবনের মানুষের জন্য হয়তো ত্রাণের ব্যবস্থা করতে পারব না ।"