কলকাতা, 27 মে : উচ্চমাধ্যমিকে যুগ্ম দশম হল কমল সাউ ও কোমল সিং । তাদের প্রাপ্য নম্বর ৪৮৬ অর্থাৎ ৯৭.২ শতাংশ । দুজনেই কমার্স সনিয়ে পড়াশোনা করেছে । কোমল কলকাতার ন্যাশনাল হাইস্কুলের ছাত্র ও জ্ঞানভারতী বিদ্যাপীঠ ফর বয়েজ়ের ছাত্র কমল । দু'জনেই ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় ।
মহেশতলার শিবরামপুরের বাসিন্দা কোমল সিং । সে বলে, "আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) হতে চাই। কলকাতা থেকে আমার হায়ার স্টাডিজ় শেষ করতে চাই । শেষ সময়ে একসঙ্গে সব পড়ে কোনও লাভ হয় না। আমি সেশনের শুরু থেকে পড়াশোনা করেছি।" কোমল মহেন্দ্র সিং ধোনির ডাই হার্ড ফ্যান। ভালোবাসেন ব্যাটমিন্টন খেলতে। তিনি বলেন, "আমি কত্থক নৃত্য শিখেছিলাম । কিন্তু, ইলেভেন থেকে বন্ধ করে দিতে হয় পড়াশোনায় মন দেওয়ার জন্য । আমার পড়ার জন্য কোনও নির্দিষ্ট সময় বাধা ছিল না । তবে, আমি নিয়মিত পড়াশোনা করতাম । আমার বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকারা আমায় খুব সাহায্য করেছেন । আমার সাফল্যের পিছনে তাঁদের অবদানই সব থেকে বেশি।"