পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমার্স নিয়ে পড়েও মেধা তালিকায় কমল ও কোমল - higher secondary examination

কমার্স নিয়ে পড়াশোনো করে যুগ্ম দশম কমল সাউ ও কোমল সিং । দু'জনেই ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়।

কমল ও কোমল

By

Published : May 27, 2019, 11:45 PM IST

Updated : May 27, 2019, 11:57 PM IST

কলকাতা, 27 মে : উচ্চমাধ্যমিকে যুগ্ম দশম হল কমল সাউ ও কোমল সিং । তাদের প্রাপ্য নম্বর ৪৮৬ অর্থাৎ ৯৭.২ শতাংশ । দুজনেই কমার্স সনিয়ে পড়াশোনা করেছে । কোমল কলকাতার ন্যাশনাল হাইস্কুলের ছাত্র ও জ্ঞানভারতী বিদ্যাপীঠ ফর বয়েজ়ের ছাত্র কমল । দু'জনেই ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় ।

মহেশতলার শিবরামপুরের বাসিন্দা কোমল সিং । সে বলে, "আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) হতে চাই। কলকাতা থেকে আমার হায়ার স্টাডিজ় শেষ করতে চাই । শেষ সময়ে একসঙ্গে সব পড়ে কোনও লাভ হয় না। আমি সেশনের শুরু থেকে পড়াশোনা করেছি।" কোমল মহেন্দ্র সিং ধোনির ডাই হার্ড ফ্যান। ভালোবাসেন ব্যাটমিন্টন খেলতে। তিনি বলেন, "আমি কত্থক নৃত্য শিখেছিলাম । কিন্তু, ইলেভেন থেকে বন্ধ করে দিতে হয় পড়াশোনায় মন দেওয়ার জন্য । আমার পড়ার জন্য কোনও নির্দিষ্ট সময় বাধা ছিল না । তবে, আমি নিয়মিত পড়াশোনা করতাম । আমার বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকারা আমায় খুব সাহায্য করেছেন । আমার সাফল্যের পিছনে তাঁদের অবদানই সব থেকে বেশি।"

অন্যদিকে, কমল সাউ আর্থিক অস্বচ্ছলতার মধ্যে দিয়ে পড়াশোনা করে দশম স্থান অধিকার করেছে । বাবার শারীরিক অসুস্থতার জন্য কোনও কাজ করতে পারেন না । বাড়ি ভাড়ার সামান্য টাকায় সংসার চলে তাদের । নিজের সাফল্যের পিছনে বাবা-মায়ের অবদানই সব থেকে বেশি বলে জানায় কমল । সে বলে, "বাবা-মা কোনও সময় বিরক্ত হননি । সব সময় সমর্থন করেছেন । আমি আজ এখানে আমার বাবা-মায়ের জন্য।"

কমল আরও বলে, "শুধু পাঠ্যবই পড়া নয়, আমি নিয়মিত স্কুলও যেতাম । প্রতিদিন দু-তিন ঘণ্টা পড়তাম । ক্লাসে স্যারেরা যা পড়াতেন তা বারবার পড়তাম । স্কুলের থেকে অনেক সাহায্য পেয়েছি। প্রতিটি বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা অনেক সাহায্য করেছেন।"

Last Updated : May 27, 2019, 11:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details