কলকাতা, 28 এপ্রিল:একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷
এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে, তাঁর বাংলা সাক্ষাৎকারের যে তরজমা শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল তার কপি চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাঁকে নিয়ে যে রিপোর্ট শীর্ষ আদালতে পাঠিয়েছিলেন তার কপিও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ এদিন রাত 12টা 15 এর মধ্যে এই রিপোর্টগুলি পাঠাতে বলা হয়েছে ৷ এই রিপোর্টের জন্য তিনি রাত সাড়ে 12টা পর্যন্ত হাইকোর্টে তাঁর চেম্বারে অপেক্ষা করবেন বলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ।
একই সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও কটাক্ষ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এজলাসে বসে তিনি বলেন,"আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানাব ৷ তাঁর ভবিষ্যৎবাণীর জন্য । তিনি এতবড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না ৷"