পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSKM-এ মৃত যুবতি, কর্মবিরতির জন্য চিকিৎসা না হওয়ার অভিযোগ

রোগীমৃত্যুর জন্য দায়ি ডাক্তারদের কর্মবিরতি । এমন অভিযোগ করলেন মৃতের পরিবার ।

রোগীমৃত্যুর জন্য দায়ি ডাক্তারদের কর্মবিরতি

By

Published : Jun 15, 2019, 5:26 AM IST

কলকাতা, 15 জুন : মারা গেছে বোন । কেউ বা চোখে জল নিয়ে ক্যানসার আক্রান্ত বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য ঘুরছেন । গতকাল SSKM হাসপাতালে এরকম হাহাকারের ছবি দেখা গেল । রোগীর পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই তাদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে ।

গতকাল SSKM -এ হাওড়ার পাঁচলার 28 বছরের এক যুবতির মৃত্যু হয় । মৃতের দাদা শেখ জাহিরুল রহমান বলেন, "আমার বোনকে আমি এই হাসপাতালে ভরতি করেছিলাম । কিন্তু কর্মবিরতির জন্য রক্ত দেওয়া যায়নি । এরপর বুধবার বিকেলে রক্ত নিয়ে বোনকে দেওয়া হয় । বোন কিছুটা সুস্থ হয়ে উঠেছিল । ডাক্তার CT স্ক্যান করতে বলেছিলেন । CT স্ক্যান করার পরই প্লেট নিয়ে এসেছিলাম । তারপর থেকেই কোনও ডাক্তার ছিলেন না । আজ (শুক্রবার) বোন মারা গেছে । ডাক্তার না থাকার জন্যই এটা হয়েছে ।"

এছাড়াও ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধও SSKM -এ ধুঁকছেন বলে জানালেন তাঁর ছেলে । শ্রীরামপুরের বাসিন্দা ওই রোগীর ছেলে বলেন, "7 দিন ধরে বিনা চিকিৎসায় বাবা পড়ে আছে । শুধুমাত্র রুটিন চেক আপ চলছে । কোলন বায়োপ্সি আর বোনম্যারো টেস্ট হওয়ার কথা ছিল । কিন্তু কিছুই হয়নি । রক্ত এনেও ফেলে রাখা হয়েছে । দেওয়া হয়নি ।"

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রীতিমতো অচলাবস্থা চলছে হাসপাতালগুলিতে । দূর দূরান্ত থেকে শহরে চিকিৎসার জন্য আসছেন রোগীরা । চিকিৎসা না পেয়ে অধিকাংশকেই ফিরে যেতে হচ্ছে । রোগীর পরিবারের বেশিরভাগেরই অভিযোগ, রোগীকে ভরতি নেওয়া হলেও যথপোযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে জানা গেছে, SSKM -এর জরুরি বিভাগে বৃহস্পতিবার রাত 12 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত মাত্র 70 জন রোগীকে ভরতি নেওয়া হয়েছে । তবে ভরতি হওয়া রোগীদের চিকিৎসা ব‍্যবস্থা ঠিকভাবে হচ্ছে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details