কলকাতা, 20 ডিসেম্বর: হেনস্থা করছে পুলিশ, কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মঙ্গলবার আবেদন জানালেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি(Jitendra Tiwari and his Wife Appeal to Calcutta High Court)।
আসানসোলে কম্বল বিতরণে পদপিষ্ট হওয়ার ঘটনায় অনুষ্ঠানের আয়োজক আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর তথা আসানসোলের বিজেপি কাউন্সিলর স্ত্রী চৈতালির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । গত সপ্তাহে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি রাজনৈতিক সমাবেশে কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ তিনজনের মৃত্যু হয় । সেই ঘটনায় ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও শুভেন্দু অধিকারীর দাবি, তিনি সভা থেকে চলে আসার এক ঘণ্টা পরে ওই ঘটনা ঘটে ।
Jitendra Tiwari: 'রক্ষাকবচ' চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি
আসানসোলে দলীয় সভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশি তদন্তের হাত থেকে বাঁচতে কাউন্সিলর স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)৷
হাইকোর্টে জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি
যদিও সেই মামলাতে বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার না করার নির্দেশ দিলেও তদন্ত চালিয়ে যেতে নিষেধ করেননি । তারপরই পুলিশ জিতেন্দ্র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইয়ার করে তদন্ত শুরু করেছে । এদিন মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলেও বুধবার মামলার শুনানি করবেন বলে জানান বিচারপতি জয় সেনগুপ্ত ।
আরও পড়ুন :ফ্ল্যাটে তালা, চৈতালি তিওয়ারিকে জেরা করতে গিয়ে ফিরল পুলিশ