সোনার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোপে কারিগর ও ব্যবসায়ীরা কলকাতা, 29 মার্চ: মরশুম শুরু হলেও দোকানে ক্রেতার দেখা নেই (Jewellery Shops See Low Rush)৷ লাগাতার দাম বৃদ্ধির জেরে সোনা ব্যবসায় মন্দা ৷ লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধির জেরে কপালে হাত দোকানদার থেকে শুরু করে কারিগরদের । মার্চ মাসের প্রথমে 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক গয়না সোনার দাম ছিল 54 হাজার ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে 60 হাজারে ৷ এরপর জিএসটি যোগ হলে তো আরও বাড়ছে ৷ স্বাভাবিকভাবেই সোনার গয়না কেনা থেকে বিরত থাকছেন ক্রেতারা । ফলে দোকানদারদেরও মাছি তাড়ানোর অবস্থা ৷ সকলেই অপেক্ষা করছেন কবে সোনার দাম একটু কমবে (Gold Price Hike)৷
সোনার আকাশছোঁয়া দামের জেরে এই প্রজন্মের অনেকেই ঝুঁকছেন জাঙ্ক জুয়েলারির দিকে । নেট ঘেঁটে খুঁজে নিচ্ছেন মনপসন্দ ডিজাইনের গয়না । এক ক্লিকেই তা অনলাইন অর্ডার করছেন । ফলে বিয়ের মতো সকল অনুষ্ঠানেই এখন ইন কস্টিউম বা জাঙ্ক জুয়েলারি ।
সামনেই পয়লা বৈশাখ ৷ নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার আগে শেষ চৈত্রে বেশ ভালোই অর্ডার পায় সোনার দোকানগুলি । বিক্রিও হয় ভালো ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমানত সুরক্ষিত করতে সোনায় লগ্নি বাড়ছে । আর এর জেরেই নাকি লাফিয়ে বাড়ছে সোনার দাম । দোকানদারদের কথায়, 22 ক্যারেট হলমার্ক গয়না সোনা চলতি বছরে 1 মার্চ 55 হাজারের কাছে ছিল । 15 মার্চ তা 57 হাজার গিয়ে দাঁড়ায় । 20 মার্চ আরও বেড়ে 60 হাজারে পৌঁছয় প্রতি 10 গ্রাম সোনার দাম । বর্তমানে 10 গ্রাম সোনার দাম 59 হাজার টাকা । এখানেই শেষ নয় ৷ এর উপর আছে মজুরি ৷ আছে 3 শতাংশ জিএসটি ।
দোকানদার মোহনচন্দ্রের কথায়, "এখন সোনার দাম বাড়ায় ক্রেতারা আসছে কম । করোনা পরবর্তী সময়ে বেশ ভালোই ব্যবসা হয়েছিল ৷ এখন ফের দাম বাড়ায় ব্যবসা মার খাচ্ছে । দাম পড়লে নিশ্চয় ক্রেতারা ফের দোকানমুখী হবেন ৷ সেই আশাতেই রয়েছি আমরা ৷" এক কারিগর বলেন, "মাসিক কিস্তিতে এখন সোনার গয়না দেওয়া খুব সমস্যা । কাল দাম বাড়বে না কমবে তা কেউ জানি না । আজ অর্ডার নিলাম এক দাম হিসেবে তো কাল বা আজই অর্ডার নেওয়ার পর বেড়ে গেল দাম ৷ তখন আমদের মজুরির যে লাভের অংশ সেটা তলানিতে ঠেকে যায় ।" সকলেই তাই এখন তাকিয়ে কবে নাগালে আসে সোনার দাম ৷
আরও পড়ুন :সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী