পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোম অ্যাসাইনমেন্ট, টেলি-ভাইবার মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার সিদ্ধান্ত যাদবপুরে - social distance

শিক্ষক-ছাত্র-সহ সব স্তরে বিস্তারিত আলোচনার পর আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক হয় । সেখানে "নো কন্ট্যাক্ট মোডে" পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By

Published : May 30, 2020, 12:01 AM IST

কলকাতা, 29 মে : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের নো কন্ট্যাক্ট মোডে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পড়ল সিলমোহর । আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর ফলে পড়ুয়াদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে হবে না । হোম অ্যাসাইনমেন্ট বা টেলিফোনে মৌখিক পরীক্ষার মাধ্যমেই করা হবে মূল্যায়ন ।

বহুদিন ধরেই ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের জন্য সশরীরে পরীক্ষার বিকল্প পদ্ধতি খুঁজছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত সেমেস্টারের বহু পড়ুয়া চাকরি পেয়ে গেছেন । আর অধিকাংশ কম্পানি জুলাই মাসেই পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার জন্য জোর দিচ্ছে । তাই বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেল ও ট্রেনিং সেল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, 30 জুনের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত সেমেস্টারের সব প্রক্রিয়া সম্পূর্ণ করে পড়ুয়াদের মার্কশিট দিতে হবে । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে চিরাচরিত সিট-ইন পদ্ধতি তথা সশরীরে পরীক্ষা নিয়ে ওই সময়ের মধ্যে মার্কশিট দেওয়া সম্ভব নয় । তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমানে দেশজুড়ে যে পরিস্থিতি চলছে তাতে নো কনট্যাক্ট মোডে পড়ুয়াদের উপস্থিতি ছাড়াই চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতে হবে । কিন্তু, তা কীভাবে সম্ভব হবে সে বিষয়ে সব স্তরেই আলোচনা চলছিল ।

শিক্ষক-ছাত্র-সহ সব স্তরে বিস্তারিত আলোচনার পর আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক হয় । সেখানে 'নো কন্ট্যাক্ট মোডে' পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় । বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ আধিকারিক বলেন, "আজ আলোচনার পর নো কন্ট্যাক্ট মোডে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূল্যায়নের জন্য হোম অ্যাসাইনমেন্ট বা টেলিফোনিক-ভাইবার মতো অপশনগুলি ওপেন রাখা হয়েছে সুবিধা অনুযায়ী ।" হোম অ্যাসাইনমেন্ট পাঠানো ও জমা দেওয়ার বিষয়টি মূলত ইন্টারনেট নির্ভর হবে । ই-মেইল বা হোয়াটসঅ্যাপ মারফত পড়ুয়াদের পাঠানো হবে হোম অ্যাসাইনমেন্ট । যেহেতু, যাদবপুরের সব পড়ুয়ার কাছে ইন্টারনেট পরিষেবা বা স্মার্ট গেজেট নেই তাই টেলিফোনের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়ার পদ্ধতিটিও রাখা হয়েছে ।

এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক আধিকারিক বলেন, "হোম অ্যাসাইনমেন্ট ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে । কোনও পড়ুয়ার কাছে যদি ইন্টারনেটের সুবিধা না থাকে, হোম অ্যাসাইনমেন্ট না করতে পারেন তাঁর ক্ষেত্রে টেলিফোনিক ভাইবা হবে ।" কবে থেকে হোম অ্যাসাইনমেন্ট পাঠানো শুরু হবে, পড়ুয়াদের কতদিনের মধ্যে তা জমা দিতে হবে, এই ধরনের একাধিক বিষয় নিয়ে পরে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে । তবে, নো কন্ট্যাক্ট মোডে পরীক্ষা নিয়েও 30 জুনের মধ্যে পড়ুয়াদের মার্কশিট দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 11 জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের মার্কশিট দেওয়ার চেষ্টা করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details