কলকাতা, 24 ডিসেম্বর : 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাড়ে নয় লাখ ট্যাব একসঙ্গে জোগাড়ে সমস্যা হচ্ছে । তাই ট্যাবের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা দিয়ে দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়িত করতে গতকাল থেকেই উঠেপড়ে লেগেছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শক । গতকাল জেলা পরিদর্শকের তরফে বিজ্ঞপ্তি জারি করে 28 ডিসেম্বরের মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঙ্কের তথ্য আপলোড করতে বলা হয়েছে । এই বিজ্ঞপ্তি দেখে প্রধান শিক্ষকদের একাংশ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড করা সম্ভব নয় ।
মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । এখনও পর্যন্ত খোলেনি স্কুল পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে ভরসা অনলাইন । তাই 2021-এর উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসার সাড়ে নয় লাখ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান, এত সংখ্যক ট্যাব কোনও সংস্থা একসঙ্গে সরবরাহ করতে পারবে না । তাই ট্যাবের বদলে ওই সাড়ে নয় লাখ পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়া হবে, যা দিয়ে ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবে পড়ুয়ারা । আগামী তিন সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।