কলকাতা, 14 জুন : "রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে । 450 জন ডাক্তার ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন । সরকারের কি কোনও দায়িত্ব নেই ? গোটা দেশের ডাক্তাররা আজ বিক্ষোভ দেখাচ্ছেন, এরপরও কি লজ্জা হয় না মুখ্যমন্ত্রীর ? এর কোনও ক্ষমা নেই ।" সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বললেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পারেন না, শুধু হুমকি দিয়ে বেরাচ্ছেন ।"
NRS-র প্রতিবাদে উত্তপ্ত রাজ্য রাজনীতি । প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দেশে । পাল্লা দিয়ে বাড়ছে ডাক্তারদের ইস্তফার সংখ্যা । এদিকে 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক দিয়েছে IMA(ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন) । এরই মধ্যে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান বাম নেতা সুজন চক্রবর্তী ও বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান ।
এই সংক্রান্ত খবর :NRS-এর প্রতিবাদ ; 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক IMA-এর
রাজভবন থেকে ফিরে যৌথ সাংবাদিক বৈঠক করেন তাঁরা । সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি সামলাতে পারছেন না । সমস্যার দিন মুখ্যমন্ত্রী গেলেন না । আর তিনদিন পর তিনি হেলতে-দুলতে গিয়ে চোখ রাঙিয়ে এলেন । হুমকি দিলেন । ওঁর উচিত ছিল আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কথা বলা, আলোচনা করা । তিনি তা না করে পুলিশ লেলিয়ে দিলেন ।"
ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য এই সংক্রান্ত খবর :ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ, জানান সাতদিনে : রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "সাম্প্রদায়িকতার উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । তৎকালীন সাম্প্রদায়িক শক্তির গর্ভে জন্ম হয়েছিল তৃণমূলের । চিকিৎসকরা আজ বিপন্ন । চিকিৎসকদের এমন ধর্মঘট অতীতে কখনও হয়নি । সারাদেশে ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে । ছ'জন রোগী ইতিমধ্যে মারা গেছেন ।" তিনি আরও বলেন, "চিকিৎসকদের কাছে আবেদন ধর্মঘট প্রত্যাহার করুন । মানুষকে পরিষেবা দিন ।"
এই সংক্রান্ত খবর :মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ; ডাক্তারদের গণইস্তফায় স্তব্ধ SSKM, মেডিকেলের পরিষেবা