পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC 21 July Rally: একুশের সমাবেশে ভাষণ, তৃণমূলের ছাত্র রাজনীতির নয়া তারকা রাজন্যা - 21 জুলাই

তৃণমূল ছাত্র পরিষদের নয়া তারকা রাজন্যা হালদার ৷ 21 জুলাই শহিদ সমাবেশের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ দিয়ে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে মুখোমুখি হলেন তিনি ৷

ETV Bharat
রাজন্যা হালদার

By

Published : Jul 22, 2023, 6:44 PM IST

Updated : Jul 22, 2023, 10:59 PM IST

রাজন্যা হালদারের সাক্ষাৎকার

কলকাতা, 22 জুলাই: শুক্রবার তৃণমূলের 21 জুলাই সমাবেশে বক্তব্য রেখেছেন তিনি ৷ শহিদ সমাবেশে বক্তা হিসেবে তিনি ছিলেন নতুন মুখ । নাম রাজন্যা হালদার ৷ প্রেসিডেন্সির প্রাক্তন পড়ুয়া ৷ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহিদ দিবস পালনের মঞ্চে লাখো জনতার সামনে বক্তব্য রেখেছেন রাজন্যা ৷ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তিনি ৷ তাঁর মাত্র 7 মিনিটের বক্তব্য অনেকেরই নজর কেড়েছে ৷ সোশাল মিডিয়ায় তৃণমূল সমর্থকরা তাঁকে নিয়ে আলোচনাও করছেন ৷

কিন্তু কে এই রাজন্যা ? প্রেসিডেন্সির প্রাক্তন পড়ুয়া রাজন্যা হালদার। প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস করেছেন তাঁর বাবা। তারপর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সৈনিক হিসাবেই থেকে গিয়েছেন তাঁর বাবা। রাজনীতির পরিবেশে বেড়ে ওঠা, ফলে ছোট থেকেই রাজনীতির সঙ্গে সম্পর্ক রাজন্যার । ছাত্র নির্বাচনে প্রেসিডেন্সিতে দু'বার তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন ৷ কিন্তু সময় বদলানোর পাশাপাশি রাজনৈতিক মতও পরিবর্তন হয় তরুণীর। তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাঁর হাত ধরেই তৈরি হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে তাঁর মত জানিয়েছেন ৷

আরও পড়ুন: মালদার ঘটনাকে লঘু করে দেখতে চাইছে সিপিএম, বৃন্দার মন্তব্যেও জোট-বার্তা !

একুশের সভায় বক্তব্য রাখা প্রসঙ্গে রাজন্যা বলেন, "ভেবেছিলাম জয়ী ব্যান্ডের জন্য ডাকছে আমায় । তারপর বক্তব্য রাখার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভাবিনি সম্ভব হবে । মঞ্চে যখন উঠলাম খুব ভয় লাগছিল । তবে সামনে তাকিয়ে দেখলাম বিপুল জনস্রোত, সবার মুখে 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' তখন সেই ভয়টা কেটে গেল, স্বতঃস্ফূর্ত ভাবে বক্তৃতা রাখলাম ৷"

আরও পড়ুন: অশান্ত মণিপুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তৃণমূলের

তৃণমূলের একাধিক নেতা-নেত্রীকে ইডি, সিবিআই-এর তলব প্রসঙ্গে রাজন্যার জবাব,"দোষ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু আমার মনে হয় এই ইডি, সিবিআই করে বিভ্রান্ত তৈরি না করে বিজেপি যদি 100 দিনের কাজের টাকা ও গ্যাসের দাম বা মণিপুরের বিষয়ের দিকে নজর দেয় তাহলে ভালো হত ।" তবে ছাত্র রাজনীতিতে বর্তমানে সব থেকে বড় প্রশ্ন ছাত্র সংসদের নির্বাচন কবে? অনেক বছর রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন হয়নি ৷ বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের অন্যান্য ছাত্র সংগঠনগুলি । বিষয়টি নিয়ে কী ভাবছেন ছাত্র রাজনীতির এই তরুণ মুখ? দক্ষ রাজনীতিবিদের মতোই রাজন্যার জবাব, "খুব শীঘ্রই নির্বাচন হবে আশা রাখি আর সেই ফলও তৃণমূল কংগ্রেসের পক্ষে হবে ।'

Last Updated : Jul 22, 2023, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details