কলকাতা, 22 জুলাই: শুক্রবার তৃণমূলের 21 জুলাই সমাবেশে বক্তব্য রেখেছেন তিনি ৷ শহিদ সমাবেশে বক্তা হিসেবে তিনি ছিলেন নতুন মুখ । নাম রাজন্যা হালদার ৷ প্রেসিডেন্সির প্রাক্তন পড়ুয়া ৷ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহিদ দিবস পালনের মঞ্চে লাখো জনতার সামনে বক্তব্য রেখেছেন রাজন্যা ৷ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তিনি ৷ তাঁর মাত্র 7 মিনিটের বক্তব্য অনেকেরই নজর কেড়েছে ৷ সোশাল মিডিয়ায় তৃণমূল সমর্থকরা তাঁকে নিয়ে আলোচনাও করছেন ৷
কিন্তু কে এই রাজন্যা ? প্রেসিডেন্সির প্রাক্তন পড়ুয়া রাজন্যা হালদার। প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস করেছেন তাঁর বাবা। তারপর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সৈনিক হিসাবেই থেকে গিয়েছেন তাঁর বাবা। রাজনীতির পরিবেশে বেড়ে ওঠা, ফলে ছোট থেকেই রাজনীতির সঙ্গে সম্পর্ক রাজন্যার । ছাত্র নির্বাচনে প্রেসিডেন্সিতে দু'বার তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন ৷ কিন্তু সময় বদলানোর পাশাপাশি রাজনৈতিক মতও পরিবর্তন হয় তরুণীর। তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাঁর হাত ধরেই তৈরি হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে তাঁর মত জানিয়েছেন ৷
আরও পড়ুন: মালদার ঘটনাকে লঘু করে দেখতে চাইছে সিপিএম, বৃন্দার মন্তব্যেও জোট-বার্তা !