কলকাতা, ৩ মে : প্রকাশিত হয়েছে CBSC-র দ্বাদশ শ্রেণির ফলাফল । পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের দেবাঞ্জন দাস । প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৯৩ । শুধু পশ্চিমবঙ্গ নয়, ৯৮.৬ শতাংশ পেয়ে CBSC ইস্টার্ন রিজিয়নে (পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের একাংশ) দেবাঞ্জন প্রথম বলে জানাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ।
রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় অশোক হল গার্লস হাইস্কুলের শিখা মাহেশ্বরী । প্রাপ্ত নম্বর ৪৯১ । সম্ভাব্য তৃতীয় স্থানে রয়েছে মডেল স্কুল দুর্গাপুরের হেম শীলা ও GB বিদ্যামন্দির সল্টলেকের সৌম্যদীপ ভট্টাচার্য । তাদের প্রাপ্ত নম্বর ৪৯০ ।
দেবাঞ্জন হিউম্যানিটিজ় নিয়ে পড়াশোনা করেছে । ETV ভারতের মুখোমুখি হয়ে বহু প্রশ্নের উত্তর দিল সে ।
প্রশ্ন : শুধু পশ্চিমবঙ্গে নয়, ইস্টার্ন রিজিয়নে প্রথম । কেমন লাগছে?
উত্তর : দেখুন, এটা আনএক্সপেক্টেড তো বটেই । তার উপর এত নম্বর পাব কোনদিনও আশাই করিনি । খুবই আনএক্সপেক্টেড ব্যাপার । খুশি তো বটেই ।
প্রশ্ন : এই সাফল্যের পিছনে কাকে ক্রেডিট দেবে?
উত্তর : একজনকে তো দেওয়া যায় না । ফ্যামিলি বলুন, স্কুল বলুন, টিউশন, টিচার্সরা বলুন, বন্ধুরা সকলেই সাহায্য করেছে । একটু একটু সকলেই নিজেদের মতো সাহায্য করেছেন । সকলেরই ক্রেডিট ।
প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে?
উত্তর : সেরকম ফিক্সড স্ট্র্যাটেজি বলতে কিছু ছিল না । খুব রিডিং পড়তাম। NCERT-র বইগুলো রিডিং পড়তাম । কোয়েশ্চেন পেপার সলভ করতাম। পুরোনো বছরেরগুলো সলভ করেছি প্রচুর । তবে ফিক্সড আওয়ার মেনে পড়তাম না । যেটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম।
প্রশ্ন : পড়াশোনার পাশাপাশি নিজের হবিকে কতটা সময় দিতে পারতে?