পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: র‍্যাগিংয়ের শিকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত প্রথম বর্ষের ছাত্র, জানাল আভ্যন্তরীণ তদন্ত কমিটি - র‍্যাগিং

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর দু'সপ্তাহ পর সামনে এসেছে তদন্ত কমিটি রিপোর্ট ৷ ওই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্টে দাবি করা হয়েছে, প্রথম বর্ষের ছাত্র হস্টেলে র‍্যাগিং-এর শিকার হয়েছে ৷

Etv Bharat
তদন্ত কমিটির রিপোর্টে 'র‍্যাগিং' তত্ত্ব

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 9:52 PM IST

Updated : Aug 25, 2023, 10:54 PM IST

কলকাতা, 25 অগস্ট: 9 তারিখ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে হয়েছিল র‍্যাগিং। যাদবপুর বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ যে তদন্ত কমিটির রিপোর্ট, তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর । ছাত্র মৃত‍্যুর দু'সপ্তাহ পর শুক্রবার উপাচার্যকে, বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ কমিটির সেই রিপোর্ট তুলে দিয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, এই কমিটির তরফে 140 জনেরও বেশি মানুষের বয়ান নেওয়া হয়েছে। বেশ কিছু বয়ান লিখিত আকারে আবার বেশ কিছু বয়ান ক্যামেরাবন্দিও রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে তদন্ত কমিটি জানিয়েছে, 9 তারিখ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিংয়ের শিকার হয়েছে প্রথম বর্ষের ছাত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পরেই পরিবারের তরফে উঠেছিল র‍্যাগিংয়ের অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার জেরে প্রায় 12 জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন । ছাত্র মৃত্যুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি, তদন্ত প্রক্রিয়া চালায় । বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সেই তদন্ত প্রক্রিয়ার জেরে কর্তৃপক্ষেরও বেশ কিছু উচ্চপদস্থদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে ।

এমনকী, একাধিক পড়ুয়ার সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটির সদস্যরা। তার মধ্যে প্রথম বর্ষেরও বেশ কিছু পড়ুয়া ছিল । ঘটনায় নাম জড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া তথা গবেষক অরিত্র মজুমদারেরও ৷ তাঁর সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত হওয়ার পর কমিটির সদস্যদের অনুমান, এটাই প্রথম নয়, মেন হস্টেলে আগেও একাধিকবার ব়্যাগিংয়ের মতো ঘটনা ঘটেছে। বারবার সেই বিষয়ে অভিযোগ ওঠার পরেও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতা ছিল বলে তদন্ত কমিটির মত ।

আরও পড়ুন: কেন 'জেইউএমএইচ' নামে হোয়াটস অ্যাপ গ্রুপ বানিয়েছিল সৌরভ ? তদন্তে সাইবার ক্রাইম শাখা

অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যপাল এবং অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের বৈঠকে নতুন তদন্ত কমিটি নিয়ে কথা হয়। উপাচার্য অভিযোগ তুলেছেন, এই কমিটি নিয়ে বেশ কিছু অভিযোগ তাঁর কাছে এসেছে। তাই রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্যের কাছে জানতে চেয়েছেন, যদি এই কমিটি নিয়ে কোনও প্রশ্ন থাকে তাহলে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হবে। যার নেতৃত্বে থাকবেন কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি। তাই এখন প্রশ্ন থাকছে ছাত্র মৃত্যুর পর দু'সপ্তাহ ধরে তদন্ত কমিটি, যে তদন্ত প্রক্রিয়া চালালো তার কী হবে? আবারও কি নতুন করে শুরু হবে ছাত্র মৃত্যুর তদন্ত?

Last Updated : Aug 25, 2023, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details