পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আশ্বাস সত্ত্বেও মেলেনি কিছু, কেন্দ্রকে বার্তা মমতার

আজ কোরোনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পর কেন্দ্রকে আক্রমণ মমতার ।

ছবি
ছবি

By

Published : Mar 20, 2020, 6:25 PM IST

Updated : Mar 20, 2020, 8:34 PM IST

কলকাতা, 20 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝেও কোথায় যেন কেন্দ্র-রাজ্য বিভেদের সম্পর্ক আবারও স্পষ্ট হল । আজ প্রধানমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ।

কনফারেন্স শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফের উঠে আসে ক্ষোভ ও হতাশা । প্রধানমন্ত্রীর কাছ থেকে কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ঠিকমতো আশ্বাস পাননি বলে অভিযোগ করেন তিনি । প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আজ প্রধানমন্ত্রীর কাছে কোরোনা মোকাবিলায় রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী । জানান, রাজ্যের কোন হাসপাতালে কী পরিমাণ পরিকাঠামো আছে, কত কিট রয়েছে । এই মুহূর্তে রাজ্যের হাতে 40টি টেস্ট কিট রয়েছে বলে জানান তিনি । বর্তমান পরিস্থিতিতে যা প্রয়োজনের তুলনায় কিছুটা কম বলেই মনে করা হচ্ছে ।

মমতা আরও জানান, চিকিৎসকরা কীভাবে দিন-রাত কাজ করছেন, সচেতনতার প্রচারে রাজ্য সরকার কীভাবে কাজ করছে ইত্যাদি । প্রধানমন্ত্রীও না কি গুরুত্ব দিয়ে সবকিছু লিখে রাখেন বলে জানান মুখ্যমন্ত্রী । কিন্তু এরপরই মমতার অভিযোগ, মোদির সদিচ্ছা-আশ্বাস নেই । কারণ কোরোনা মোকাবিলায় রাজ্যকে আরও সক্রিয় হতে গেলে বেশ কিছু জরুরি পরিষেবা ও আধুনিক চিকিৎসা শাস্ত্রের সঙ্গে সরঞ্জামের প্রয়োজন । যা কেন্দ্রের কাছ থেকে আশা করে রাজ্য । পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা বলছেন, কোরোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্যের বিষয়েও তেমন কোনও সবুজ সংকেত মেলেনি । এমন একাধিক কারণে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়ে সন্দেহপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

একইসঙ্গে আজকের বৈঠকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার আবেদন জানানো হয়েছে । প্রধানমন্ত্রীর কাছে আন্তর্জাতিক বিমান পরিষেবা দ্রুত বন্ধ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । একই দাবি তুলেছে তেলাঙ্গানা ও মহারাষ্ট্র । ওই দুই রাজ্য চাইছে বিমান বন্ধ করে দিতে । মমতার যুক্তি, কলকাতায় কোরোনা আক্রান্তের যে দুটি খবর সামনে এসেছে, উভয় ক্ষেত্রেই চিকিৎসাধীন যুবক অন্য দেশ থেকে সফর করে কলকাতায় ফেরেন ।

যদিও বিমান পরিষেবা বন্ধ বা রাজ্যকে সাহায্য করা নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও সদুত্তর আসেনি বলেই দাবি করেছেন নবান্নের শীর্ষ আমলারা।

Last Updated : Mar 20, 2020, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details