কলকাতা, 18 নভেম্বর: কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হল বুধবার । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরি সরাসরি দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন কপিল সিব্বালের মতো বিদ্রোহী নেতাদের ৷ "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷" অধীর বলেন । আগামী দিনে বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি ।
সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, দলের খারাপ ফল নিয়ে সিব্বাল বলেন, কংগ্রেস নেতৃত্ব দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি জেনেও সেগুলিকে সমাধান করার চেষ্টা করছেন না । এই কথার পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরি ETV ভারতকে জানান, "এই সমস্ত বড় বড় কথা বলার আগে সিব্বালের উচিত ছিল বিহারের নির্বাচনে প্রচার অংশ নেওয়া । " কোনও প্রচারে অংশ না নিয়ে এখন এইসব কথা মানায় না কারুরই মুখে ৷" চৌধুরি বলেন ।