কলকাতা, 29 মার্চ: আইআরসিটিসি ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত চার্টার্ড কোচের মাধ্যমে নেপাল ভ্রমণের বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থার কথা ঘোষণা করল (IRCTC New Tour Package for Nepal Travel) ৷ নেপালে যাওয়া ও আসা সমেত সমস্ত সুবিধার কথা জানান হয় আইআরসিটিসির পক্ষ থেকে। এই ট্যুর প্যাকেজে বাতানকুল তিনশয্যা বিশিষ্ট বিশেষ ট্রেনের কামরা সাজানো হয়েছে নামী হোটেলের ডিলাক্স রুমের মতো ৷ সঙ্গে থাকবে নেপাল ঘুরিয়ে দেখানোর জন্য ট্যুর ম্যানেজার-সহ বিশেষ গাড়ির ব্যবস্থা। খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাও রাখা হয়েছে এই প্যাকেজে ৷
বিদেশের কোভিড বিধিনিষেধ মেনেই নেপালের নান্দনিক সৌন্দর্য ও তার প্রকৃতির অপরূপ শোভা পরিদর্শনের সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এই প্যাকেজে বলেই জানাচ্ছে আইআরসিটিসি। এই ট্যুর প্যাকেজে কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা নির্ধারিত জিএসটি যুক্ত হবে। পাশাপাশি যাত্রীদের দু‘টি টিকাকরণের শংসাপত্র-সহ ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই ট্যুর প্যাকেজের নামকরণ করা হয়েছে আইআরসিটিসি গ্রীষ্মকালীন স্পেশাল নেপাল নির্বানা। মোট 7 রাত্রি ও 8 দিনের মধ্যে সাজানো হয়েছে এই প্যাকেজকে। হাওড়া-রক্সৌল বাতানকুল তিনশয্যা বিশিষ্ট চার্টার্ড ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ট্যুরের জন্য ৷ আগামী 22 মে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন বলে আইআরসিটিসি সূত্রে খবর।