পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IRCTC New Ventures : নেপাল ভ্রমণের জন্য বিশেষ চার্টার্ড বগির ব্যবস্থা আইআরসিটিসির

চার্টার্ড কোচের মাধ্যমে নেপাল ভ্রমণের বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থার কথা ঘোষণা করল আইআরসিটিসি (IRCTC New Tour Package for Nepal Travel) ৷ সঙ্গে থাকছে নেপাল ঘোরানোর জন্য ট্যুর ম্যানেজার-সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা ৷

IRCTC New Ventures
আইআরসিটিসির গ্রীষ্মকালীন বিশেষ চার্টার্ড বগির ব্যবস্থা

By

Published : Mar 29, 2022, 6:30 PM IST

কলকাতা, 29 মার্চ: আইআরসিটিসি ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত চার্টার্ড কোচের মাধ্যমে নেপাল ভ্রমণের বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থার কথা ঘোষণা করল (IRCTC New Tour Package for Nepal Travel) ৷ নেপালে যাওয়া ও আসা সমেত সমস্ত সুবিধার কথা জানান হয় আইআরসিটিসির পক্ষ থেকে। এই ট্যুর প্যাকেজে বাতানকুল তিনশয্যা বিশিষ্ট বিশেষ ট্রেনের কামরা সাজানো হয়েছে নামী হোটেলের ডিলাক্স রুমের মতো ৷ সঙ্গে থাকবে নেপাল ঘুরিয়ে দেখানোর জন্য ট্যুর ম্যানেজার-সহ বিশেষ গাড়ির ব্যবস্থা। খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাও রাখা হয়েছে এই প্যাকেজে ৷

বিদেশের কোভিড বিধিনিষেধ মেনেই নেপালের নান্দনিক সৌন্দর্য ও তার প্রকৃতির অপরূপ শোভা পরিদর্শনের সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এই প্যাকেজে বলেই জানাচ্ছে আইআরসিটিসি। এই ট্যুর প্যাকেজে কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা নির্ধারিত জিএসটি যুক্ত হবে। পাশাপাশি যাত্রীদের দু‘টি টিকাকরণের শংসাপত্র-সহ ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই ট্যুর প্যাকেজের নামকরণ করা হয়েছে আইআরসিটিসি গ্রীষ্মকালীন স্পেশাল নেপাল নির্বানা। মোট 7 রাত্রি ও 8 দিনের মধ্যে সাজানো হয়েছে এই প্যাকেজকে। হাওড়া-রক্সৌল বাতানকুল তিনশয্যা বিশিষ্ট চার্টার্ড ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ট্যুরের জন্য ৷ আগামী 22 মে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন বলে আইআরসিটিসি সূত্রে খবর।

আরও পড়ুন :IRCTC Tour : অল্প খরচে নবদ্বীপ ও পুরী ভ্রমণের সুযোগ এনে দিল আইআরসিটিসি

আরও জানা গিয়েছে, এই ট্যুরে জন প্রতি খরচ পড়বে 28,245 টাকা । নেপালের চিতওয়ান জঙ্গল, পোখরা ও কাঠমান্ডু শহর এই ট্যুরের অন্তর্গত করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হোয়াটসআপ নম্বর রয়েছে 9002040069। যা কিনা 24x7 দিন কাজ করবে। পাশাপাশি আইআরসিটিসির ওয়েবসাইট www.irctctourism.com-এ পাওয়া যাবে। প্রয়োজনে 3 নম্বর কয়লাঘাটা স্ট্রিটের পূর্ব রেলের সদর দফতর থেকেও এই ট্যুর প্যাকেজ সম্বন্ধিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানাচ্ছে আইআরসিটিসি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details