পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলের চিকিৎসক ও নার্সদের জন্য বানানো হল PPE কিট - ppe

খড়গপুর ওয়ার্কশপে তৈরি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুয়িপমেন্ট (PPE) কিট । দক্ষিণ পূর্ব রেল কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই কিট বানানো হচ্ছে ।

ছবি
ছবি

By

Published : Apr 17, 2020, 7:34 AM IST

কলতাতা, 17 এপ্রিল : দক্ষিণ পূর্ব রেল কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খড়গপুর ওয়ার্কশপ তৈরি করল পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (PPE) কিট । কোরোনা মোকাবিলায় চিকিৎসকরা বারবার বলেছেন মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজা়র ব্যবহার করতে হবে । অন্যদিকে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যাঁরা কাজ করছেন তাঁদের PPE পড়তে হবে । এদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে মাস্ক, স্যানিটাইজা়র ও PPE-র ব্যাপক আকাল । তাই এবার কর্মীদের জন্য PPE বানাবার কাজে নামল রেলবোর্ড ।

রেলবোর্ড সূত্রে খবর, রেলের চিকিৎসক, প্যারামেডিকেল কর্মী, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য PPE তৈরি করা হয়েছে । খড়গপুর ওয়ার্কশপে ও খড়গপুরের ডিভিশনাল ইউনিটে তৈরি করা হচ্ছে এগুলি । PPE কিটে রয়েছে- ফেস কভার, আই শিল্ড, NS-95 মাস্ক, হুড সহ কভার অল গাউন, জুতোর কভার, গ্লাভস প্রভৃতি । Quality Assurance Plan ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে এগুলি তৈরি করা হয়েছে । যেখানে PPE তৈরি করা হচ্ছে সেই জায়গাটিকে আগে ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজ় করে নেওয়া হচ্ছে । যাঁরা এগুলি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা নিজেও প্রথমে স্যানিটাইজা়রের সাহায্যে নিজেদের পরিস্কার করে নিচ্ছেন । এরপর তাঁদের COVID-19 এর প্রয়োজনীয় পরীক্ষা করে তবেই কাজে নেওয়া হচ্ছে । কাজের জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ চলছে । এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সম্পূর্ণ আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে ।

অন্যদিকে কিটগুলি তৈরির পর সেগুলিকে ভালো করে পরিষ্কার করে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে । প্রতিটি প্যাকেটে ইউনিক কোড দেওয়া হচ্ছে । এরপর প্রতিটি PPE-কে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে কার্টুনে ভিতর পুড়ে রেলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে । এর আগে ভারতীয় রেল চিকিৎসক ও নার্সদের জন্য বানিয়েছে মাস্ক ও স্যানিটাইজা়র ।

পাশাপাশি সম্প্রতি ছিল ভারতীয় রেলের 167 তম জন্মবার্ষিকী । দীর্ঘ 167 বছরে এই প্রথমবার ট্রেন চলাচল করল না । উড়ল না পতাকা । বাজল না সাইরেন । 1853 সালের 16 এপ্রিল তখনকার বম্বে থেকে থানে পর্যন্ত প্রথমবার ছুটে ছিল ট্রেন ।

ABOUT THE AUTHOR

...view details