কলকাতা, 22 অগাস্ট : "আমাদের দেশে জনসংখ্যা ও বিচারপতি যে অনুপাত, তা গোটা বিশ্বের মধ্যে সবথেকে খারাপ ।" মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের । কলকাতা হাইকোর্টের মূল ভবনের দো'তলায় অনলাইন লোক আদালতের উদ্বোধন হয় আজ । সেই অনুষ্ঠানে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সাধুবাদ জানাই এই কোরোনা পরিস্থিতিতে এই ধরনের ই-প্লাটফর্মকে । আগামী দিনের জন্য এটি একটি নতুন দিশা দেখাবে বিচার ব্যবস্থায় ।"
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের লিগাল সার্ভিস কমিটির তত্ত্বাবধানে সকাল 11 টায় অনলাইন লোক আদালতের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ।
এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " প্রকৃতির নানা রকম বাধা কাটিয়ে মানবজাতি টিকে আছে গ্রহণ শক্তির জন্য । এখন যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি , সারা বিশ্বের সমস্ত ক্ষেত্র এই চ্যালেঞ্জের সম্মুখীন । বিচার ব্যবস্থা এর ব্যতিক্রম নয় । এর মধ্যে দিয়েও আমরা নিজেদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি ।"
আরও পড়ুন :বেসরকারি স্কুলে পঠন-পাঠনের খরচ খতিয়ে দেখতে কমিটি গঠন কলকাতা হাইকোর্টের
তিনি আরও বলেন, " আমাদের দেশের সুপ্রিম কোর্টে বিচারপতি পদের সংখ্যা 34 । কিন্তু এখন কর্মরত রয়েছেন 31 জন । তাছাড়া গোটা দেশে হাইকোর্টের বিচারপতির পদের সংখ্যা 1079 । তার মধ্যে 771 জন কর্মরত রয়েছেন । পাশাপাশি গোটা দেশে প্রায় 17 হাজার বিচার বিভাগীয় আধিকারিক কাজ করছেন । আমাদের দেশের বিচারপতি ও জনসংখ্যার অনুপাত সারা বিশ্বের নিরিখে সবথেকে খারাপ । এই পরিস্থিতিতে আমি সাধুবাদ জানাই এই কোরোনা পরিস্থিতিতে এই ধরনের ই-প্লাটফর্মকে । আগামী দিনের জন্য এটা নতুন দিশা দেখাবে বিচার ব্যবস্থায়।"
আজ প্রথম অনলাইন লোক আদালতে 120 টি মামলার মধ্যে 60টি মামলা নিষ্পত্তি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের তিনটি বেঞ্চে । এরমধ্যে বিচারপতি দেবাংশু বসাক একাই 30 টি মামলার নিষ্পত্তি করেছেন । বিচারপতি শম্পা সরকার 17 টি এবং সৌগত ভট্টাচার্য 13 টি মামলার নিষ্পত্তি করেছেন বলে জানালেন কলকাতা হাইকোর্টের লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান বিচারপতি সৌমেন সেন । কেন্দ্র ও রাজ্য সরকার ছাড়াও বিভিন্ন বীমা কম্পানি, ব্যাঙ্ককে আরও বেশি মামলা পাঠাতে লোক আদালতের পরবর্তী নির্ধারিত দিনে আগামী 26 শে সেপ্টেম্বর অনুরোধ জানিয়েছেন।