পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Handicraft Fair: মহানগরে জমজমাট দুই বাংলার বুটিক ও কুটির শিল্প

শীত মানেই অনেকটা উৎসবের মরশুম বা ছুটির আমেজ ৷ রৌদ্রস্নাত হয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়ানো ৷ এই মরশুমে শহরে চলে একাধিক মেলা ৷ সেভাবেই স্টার থিয়েটারের নটী বিনোদিনী আর্ট গ্যালারিতে শুরু হয়েছে "দুই বাংলার বুটিক ও কুটির শিল্প" মেলা (India and Bangladesh Arrange a Joint Venture on Handicraft Fair) ৷

ETV Bharat
কুটির শিল্পমেলা

By

Published : Dec 22, 2022, 1:13 PM IST

স্টার থিয়েটারে চলছে বাংলার বুটিক ও কুটির শিল্প মেলা

কলকাতা, 22 ডিসেম্বর: শীত পড়তেই শহর জুড়ে উৎসবের আমেজ । বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মেলা । কোথাও ভিন রাজ্য থেকে এসে শীতের পসরা সাজিয়ে চলছে বিকিকিনি ৷ আবার কোথাও চলছে খাদ্য মেলা ৷ শুরু হয়েছে চলচ্চিত্র উৎসবও ৷ এরইমধ্যে স্টার থিয়েটারের নটী বিনোদিনী আর্ট গ্যালারিতে শুরু হয়েছে "দুই বাংলার বুটিক ও কুটির শিল্প" মেলা (Handicraft Fair on Star Theatre)। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে স্টলগুলো (Handicraft Fair) । বাংলাদেশের 10টি স্টল ও ভরতের 8টি স্টল আছে এই মেলায় ৷

মেলার বিশেষ আকর্ষণ বাংলাদেশ থেকে আসা জামদানি, টাঙ্গাইল, নকশি কাঁথা এবং গামছা । এছড়াও মিলছে বাংলাদেশের নিজস্ব মশারি । উপরি পাওনা ওপার বাংলার মানুষের একরাশ ভালোবাসা ও আন্তরিকতা ৷ যা সহজেই মন কাড়বে।

মেলায় চলছে বিকিকিনি

আরও পড়ুন: ভোল বদলে নতুন রূপে আলোকময় বোড়ালের টিবি হাসপাতাল

তবে পিছিয়ে নেই এপার বাংলাও। রাজ্যের হস্তশিল্পের নানান কাজের নমুনা সংগ্রহ করে নিয়ে মেলায় রাখা হয়েছে "হ্যান্ডিক্রাফট কর্ণার ।" যেখানে আছে বাংলার সেরামিক শিল্প থেকে সুরু করে বিভিন্ন লেখকের গল্প ও কবিতার বই ৷ আছে প্রাক পলাশী অর্থনীতির ওপর গবেষণামূলক একাধিক বই। এই হ্যান্ডিক্রাফট কর্ণারে অভিনব সংযোজন প্যাকেজ করা নলেন গুড় । বোতলবন্দী এবং পাউচে ভরা এই গুড় বাইরে পাঠাতে পারেবন ক্রেতারা এইরকমই দাবি বিক্রেতাদের । বাড়তি সংযোজন ভেষজ চাল এবং ঘরে তৈরি ঘি ।

বুটিকের প্রিন্ট পরখ করছেন এক ক্রেতা

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে

শুরু থেকেই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো । শীতের আমেজ গায়ে মেখে দু’হাতে জিনিস পত্র কিনছেন মানুষজন । যা দুই বাংলার শিল্প, শিল্পী ও মানুষজনের মধ্যে ভাবের আদানপ্রাদন ঘটাচ্ছে ৷ তাহলে দেরি না করে আপনিও আসতে পারেন এই মেলায় । পরখ করতে পারেন ওপারের শিল্প ৷

ABOUT THE AUTHOR

...view details